Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আব্বা তখন গাইতেন আর আম্মা কাঁদতেন


১০ ডিসেম্বর ২০১৭ ১৯:৪৩ | আপডেট: ১০ ডিসেম্বর ২০১৭ ১৯:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’। মুক্তিযুদ্ধের গানের প্রসঙ্গ এলে ফাহমিদা নবী এই গানটিই গুনগুন করে গেয়ে ওঠেন। গোবিন্দ হালদারের কথায় আপেল মাহমুদের সুরে এই গানটির সঙ্গে রয়েছে তার আত্মার সম্পর্ক।

 

‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গানটি মুক্তিযোদ্ধাদের অনেক অনুপ্রাণিত করেছে। আমার আব্বা (মাহমুদুন্নবী) এই গানটি অনেক পছন্দ করতেন। আমাদের পরিবারের সবারেই পছন্দের গান এটি। এটি ছাড়াও ‘জয় বাংলা বাংলার জয়’, ‘সোনা সোনা লোকে বলে সোনা’, গানগুলোও আমাকে স্পর্শ করে।

‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে’ গানটির কথা আলাদাভাবে বলতে হয়। এই গানটিতে কি জানি একটা আছে। যুদ্ধের সময় এটি শুনলে মানুষ পাগল হয়ে যেতো। দশদিন ধরে খায়নি, ঘুমায়নি এমন মুক্তিযোদ্ধাদেরও এই গানটি উজ্জীবীত করেছে। যুদ্ধে জিততে সাহায্য করেছে। আমাদের হয়তো অনেক কিছুই নেই, কিন্তু আমাদের মনের জোর ছিল। মুক্তিযুদ্ধের দিনগুলোতে এই গানটি আমাদের মনের জোর বাড়িয়ে দিয়েছে। এখনো সমান উজ্জীবিত করে।

বিজ্ঞাপন

শৈশব স্মৃতি

যুদ্ধের স্মৃতি খুব বেশি মনে নেই আমার। তবে কিছু স্মৃতি বেশ ভালোভাবেই মনে পরে। অনেক রাতে মুক্তিযোদ্ধারা আমাদের বাসায় আসতেন। বাবার সঙ্গে কথা বলতেন, যুদ্ধের পরিস্থিতি বর্ণনা করতেন। কাপড় নোংরা, হাড় ঝিরঝিরে শরীর কিন্তু চোখেমুখে কেবল বিজয়ের চিন্তা। আম্মা রান্না করে দিতেন, ওনারা খেয়ে চলে যেতেন। মুক্তিযোদ্ধারা যখন খেতেন আব্বা তখন অল্প সুরে গাইতেন আর আম্মা কাঁদতেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর