আজাদ আবুল কালাম ও তারিনের ‘একটি রাত’
২৯ অক্টোবর ২০২০ ১৩:০৫
পারিবারিক কারণেই রাত্রি ও তার স্বামী আলাদা থাকেন। একদিন অফিস থেকে ফিরে রাত্রি দেখে তার ওয়াশ রুমের ফ্ল্যাশ নষ্ট হয়ে আছে। বিষয়টি বাড়িওয়ালাকে জানানোর পর তার ফ্ল্যাটে একজন প্লাম্বার আসে। ঐ রাতে একা পেয়ে রাত্রির বাসায় সে ডাকাতি করার চেষ্টা করে। সারারাত ফ্ল্যাটে লোকটার সাথে রাত্রির নানা রকম ঘটনা দূর্ঘটনার মধ্য দিয়ে পার হয়।
সকালে রাত্রি তার স্বামীকে বাসায় আসতে বলে। রাত্রির ফ্ল্যাটে এসে তার স্বামী দেখে বাসার সব কিছুই ঠিকঠাক আছে। ডাকাতির কোন আলামত সে পায়না এবং রাত্রির দেয়া বর্ণনার সাথে সে কোনকিছু মেলাতে পারেনা। তার কাছে পুরো বিষয়টা রহস্যময় মনেহয়। রাত্রির মানসিক সমস্যা হতে পারে ভেবে সে তার মানসিক ডাক্তার বন্ধুকে বাসায় আসতে বলে। ডাক্তার বাসায় আসার পর রাত্রির সাথে পরিচয় করিয়ে দিতে গেলে শুরু হয় নতুন ঘটনা। রাত্রি তার স্বামীকে বলে এই ডাক্তারই নাকি তার বাসায় ডাকাতি করতে এসেছিল।
এমনই একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘একটি রাত’। অনুরূপ আইচের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ওয়াহিদ পলাশ। অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, তারিন জাহান ও পাভেল ইসলাম।
নির্মাতা সুত্রে জানা গেছে, একক নাটক ‘একটি রাত’ প্রচারিত হবে শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯টায় এনটিভিতে।
অনুরূপ আইচ আজাদ আবুল কালাম একটি রাত এনটিভি ওয়াহিদ পলাশ তারিন জাহান পাভেল ইসলাম