Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিক্ষোভের জেরে পালটে গেল অক্ষয়ের ‘লক্ষ্মী বম্ব’ ছবির নাম


২৯ অক্টোবর ২০২০ ২০:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০১৯ সালের এপ্রিল মাসে শুটিং শুরু হওয়ার পর থেকেই একের পর এক বিতর্কের সৃষ্টি হয় অক্ষয় কুমার অভিনীত ‘লক্ষ্মী বম্ব’ ছবিটিকে ঘিরে। তবে এবারের বিতর্ক এতটাই যে, শেষমেশ ছবির নামই পালটাতে হল। মুক্তির মাত্র কয়েকদিন আগে ছবির নাম পালটে রাখা হল ‘লক্ষ্মী’। এমন কি পালটে ফেলা হয়েছে নামের ইংরেজি বানানও।

ভারতের দক্ষিণী তারকা রাঘব লরেন্স অভিনীত এবং পরিচালিত তামিল ব্লকবাস্টার ‘কাঞ্চনা’ সিরিজের রিমেক অক্ষয়ের এই ছবি ‘লক্ষ্মী বম্ব’। হিন্দি ছবিটি রাঘবই পরিচালনা করেছেন। আর বিতর্কের সূত্রপাত ছবির ট্রেলার প্রকাশ্যে আসার পর। ছবির বিরুদ্ধে ‘লাভ জেহাদ’ প্রচার করার অভিযোগ ওঠে। সিনেমায় অক্ষয়ের চরিত্রের নাম আসিফ এবং তার নায়িকা কিয়ারা আদভানির চরিত্রের নাম পূজা। এতেই আপত্তি জানায় নেটদুনিয়ার একাংশ। ছবি বয়কটের ডাক দেওয়া হয়।

বিজ্ঞাপন

এখানেই শেষ নয়! ভারতের শ্রী রাজপুত কর্ণি সেনার পক্ষ থেকে ‘লক্ষ্মী বম্ব’ ছবির বিরুদ্ধে আইনি নোটিস পাঠান আইনজীবী রাঘবেন্দ্র মেহরোত্রা। দাবি করা হয়, ছবির নামে দেবী লক্ষ্মীকে অপমান করা হয়েছে। সেই কারণেই অবিলম্বে ছবির নাম বদলানোর দাবি করা হয়। এরপরই ছবির নাম পালটানোর সিদ্ধান্ত নেন প্রযোজকরা।

ডিজনি প্লাস হটস্টার মাল্টিপ্লেক্সে ‘লক্ষ্মী বম্ব’ নামের বদলে শুধুমাত্র ‘লক্ষ্মী’ নামেই আগামী ৯ নভেম্বর মুক্তি পাবে অক্ষয় অভিনীত ‘হরর কমেডি’ এই ছবিটি।

অক্ষয় কুমার কিয়ারা আদভানি লক্ষ্মী বম্ব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর