Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাম্বার ওয়ান ট্রেন্ডিংয়ে টেইলর সুইফট


১৩ মার্চ ২০১৮ ১৭:১৪ | আপডেট: ১৩ মার্চ ২০১৮ ১৭:২৫

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

রোববার (১১ মার্চ) প্রকাশ পেয়েছে মার্কিন পপ তারকা টেইলর সুইফটের নতুন সিঙ্গেল ‘ডেলিকেট’। প্রকাশের দুই দিনের মধ্যেই গানটি দেখা হয়ে গেছে এক কোটি পঞ্চাশ লাখেরও বেশি বার।

টেইলর সুইফটের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে গানটি। প্রকাশের দুই দিনেই ইউটিউব ট্রেন্ডিংয়ের এক নাম্বারে চলে এসেছে গানটি।

তবে গানটির ভিডিও নিয়ে কিছু বিতর্কও চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই বলছেন ‘ডেলিকেট’ গানের ভিডিওটির ধারণা অনুকরণ করা হয়েছে ‘কেনোজ ওয়ার্ল্ড’ প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের ভিডিও থেকে। বিজ্ঞাপনটি প্রকাশ পায় ২০১৬ সালে।

তবে বিতর্ক যাই থাকুক, ভক্তরা মুগ্ধ হয়ে দেখছেন টেইলর সুইফটের ‘ডেলিকেট’ গানের মিউজিক ভিডিও। সমালোচনার সঙ্গে অভিনন্দন বাক্যে ভড়ে গেছে টুইটার।

২০১৭ সালের নভেম্বরে প্রকাশ হয় সুইফটের স্টুডিও অ্যালবাম ‘রেপুটেশন’। এর চার মাস পরেই প্রকাশ পেলো তার নতুন সিঙ্গেল ‘ডেলিকেট’।

সারাবাংলা/পিএ    

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর