Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিমেক হচ্ছে অর্জুন রেড্ডি


১৩ মার্চ ২০১৮ ১৮:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

তেলেগু ভাষার ছবি হলেও গত বছরে গোটা ভারত কাঁপিয়েছেন ‘অর্জুন রেড্ডি’। প্রেমে ব্যর্থ মাতাল এক ডাক্তারের দুঃখে কেঁদেছে সিনেমাপ্রেমীরা। ছবিটি ছিলো পরিচালক হিসেবে সন্দীপ রেড্ডি ভাঙ্গার প্রথম সিনেমা। প্রথম সিনেমাতেই বাজিমাত করেছেন পরিচালক। অভিনেতা বিজয় দেভারাকোন্ডারও এই ছবিটির মাধ্যমে পেয়ে গেছেন সুপারস্টার তকমা।

কদিন আগেই অর্জুন রেড্ডির হিন্দী রিমেকের খবর বের হয়েছিল গণমাধ্যমে, এরই ধারাবাহিকতায় এবার জানা গেছে তামিল ভাষাতেও রিমেক হবে ছবিটি। ছবিটির নতুন নাম রাখা হবে ভার্মা। এতে নাম ভূমিকায় অভিনয় করবে দক্ষিনের সুপারস্টার বিক্রমের ছেলে ধ্রুব। তবে ছবিতে নায়িকা হিসেবে শালিনি পান্ডের জায়গায় কে অভিনয় করবে তা এখনো চূড়ান্ত করেননি পরিচালক।

বিজ্ঞাপন

এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে, জনপ্রিয় অভিনেত্রী গৌতমীর কন্যা শুভলক্ষীকে নায়িকা করে নেপালে ছবিটির দৃশ্যধারণের কাজ শুরু করে দিয়েছেন ‘ভার্মা’র নির্মাতা বালা। তবে দক্ষিনের কোন গসিপ ম্যাগাজিনই এখনও খবরটির সত্যতা নিশ্চিত করতে পারেনি।

সারাবাংলা/টিএস/পিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর