Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও চলচ্চিত্রের গানে শাহীন


৩০ অক্টোবর ২০২০ ১৮:২৬ | আপডেট: ৩০ অক্টোবর ২০২০ ১৮:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যানেল আই সেরা কণ্ঠ প্রতিযোগীতা থেকে উঠে আসা শিল্পী শাহীন খান। অনেকদিন পর তিনি আবার একটি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন। দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘তুমি আছো, তুমি নেই’ ছবির দুটি গানে তিনি কণ্ঠে দিয়েছেন।

দুটি গানের একটি ডুয়েট, আরেকটি সলো। ডুয়েট গানটির শিরোনাম ‘ময়ূর ডাকে বনে’ এবং সলো গানের ‘প্রেমের সাগরে। গানগুলো লিখেছেন দেলোয়ার জাহান ঝন্টু এবং সুর ও সংগীতায়োজন করেছেন আনোয়ার জাহান নান্টু।

ডুয়েটে শাহীনের সহশিল্পী আসমা দেবযানী। শাহীন বলেন, ‘আমি চলচ্চিত্রের গান সবসময় করতে চাই। এ দুটি গানের কথা ও সুর অসাধারণ। আমার আগের গানগুলোর মত এগুলোও দর্শক শ্রোতারা পছন্দ করবেন বলে বিশ্বাস।’

বিজ্ঞাপন

‘তুমি আছো, তুমি নেই’ ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করবেন সাইমন, দীঘি ও সিমি। প্রযোজনা করছে এস কে ফিল্মস ইন্টারন্যাশনাল।

শাহীন খানের গাওয়া ‘কিস্তিমাত’ ছবির ‘শুধু একবার বলো’ শিরোনামের গানটি বেশ প্রশংসিত হয়। এছাড়া তার গাওয়া ‘আমার জনম গেল ভুলে ভুলে’ গানটি ইউটিউবে ২ কোটির অধিক বার দেখা হয়েছে।

তুমি আছো তুমি নেই শাহীন খান