Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কংগ্রেস ছেড়ে শিবসেনায় উর্মিলা


৩১ অক্টোবর ২০২০ ১৬:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কথা দিয়েছিলেন মানুষের সেবার জন্য আবারও রাজনীতির ময়দানে ফিরবেন তিনি। আর তাই করতে চলেছেন ৪৬ বছরের বলিউড তারকা অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর। মহারাষ্ট্রের শিব সেনার হাত ধরেই রাজনীতিতে ফিরছেন উর্মিলা।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, মহারাষ্ট্রের বিধান পরিষদে প্রার্থী হিসেবে বলিউড অভিনেত্রী উর্মিলা মাতন্ডকরকে বেছে নিয়েছে শিব সেনা। দলের মুখপাত্র সঞ্জয় রাউত বলেছেন, ‘মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে কথা বলেছেন উর্মিলার সঙ্গে। অভিনেত্রী প্রার্থী হতে রাজি হয়েছেন।’ শোনা যাচ্ছে, শিব সেনার অন্যতম মুখপাত্র হিসেবেও দেখা যাবে অভিনেত্রীকে।

উল্লেখ্য ভারতের গত লোকসভা নির্বাচনে ঘটা করে কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন উর্মিলা মাতন্ডকর। কিন্তু হেরে যাওয়ার পরই দলত্যাগ করেন তিনি। কংগ্রেসের বিরুদ্ধে দলাদলির অভিযোগ এনে রাজনীতি থেকেই বিরতি নিয়ে নিয়েছিলেন। তবে বিশেষজ্ঞ মহলের ধারণা, কঙ্গনা রানাউতের বিপক্ষ হিসেবে উর্মিলাকেই সামনে রাখার পরিকল্পনা রয়েছে মহারাষ্ট্রের শাসক দল। ইতিমধ্যেই বেশ কয়েকবার কঙ্গনার সঙ্গে বাক-যুদ্ধে জড়িয়েছেন উর্মিলা।

বিজ্ঞাপন

উর্মিলা মাতন্ডকর কংগ্রেস শিব সেনা