Monday 29 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেহজাবিন ও জোভানের ‘বেস্ট ফ্রেন্ড থ্রি’


১ নভেম্বর ২০২০ ১৭:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনপ্রিয় নাটক ‘বেস্ট ফ্রেন্ড’র তৃতীয় সিক্যুয়েল ‘বেস্ট ফ্রেন্ড থ্রি’ আসছে। নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জোভান ও মেহজাবিন। এছাড়া আছেন আদর ও শহীদ উন নবী।

‘বেস্ট ফ্রেন্ড থ্রি’র গল্প রচনা ও পরিচালনা করেছেন প্রবীর রায় চৌধুরী। এরই মধ্যে রাজধানীর উত্তরা, চট্টগ্রামসহ বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে।

জানা যায়, শিগগিরই নাটকটি আরটিভিতে প্রচারের পাশাপাশি সিডি চয়েজের ইউটিউব চ্যানেলে প্রচার হবে।

এর আগে জোভান-মেহজাবিন অভিনয় করেছিলেন প্রবীর রায় চৌধুরী পরিচালিত ‘বেস্ট ফ্রেন্ড’। এ নাটকে অনবদ্য অভিনয়ের জন্য বেশ প্রশংসিত হয়েছিলেন এই জুটি। নাটকটি দর্শকপ্রিয়তা পাওয়ার পর একই ঘরানার গল্প নিয়ে প্রবীর রায় চৌধুরী নির্মাণ করেছিলেন ‘লাভ ভার্সেস ক্রাশ’ এবং ‘বেস্ট ফ্রেন্ড টু’ নাটকটি। তবে ‘বেস্ট ফ্রেন্ড টু’-তে জোভান ছাড়া অন্যান্য শিল্পী পরিবর্তিত হয়। সেখানে নায়িকা হিসেবে দেখা যায় তানজিন তিশাকে।

বিজ্ঞাপন