Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুরু হলো ‘প্রীতিলতা’র শুটিং


২ নভেম্বর ২০২০ ১৩:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় শুরু হয়েছে বহুল আলোচিত ‘প্রীতিলতা’ চলচ্চিত্রের শুটিং। রবিবার (১ নভেম্বর) উত্তরায় প্রথম দিনের শুটিং হয়। আগামী ৬ নভেম্বর পর্যন্ত টানা ঢাকার উত্তরা, নিকেতন, পুরান ঢাকাসহ ঢাকার বিভিন্ন জায়গায় শুটিং হবে।

এ ছবিতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার চরিত্রে অভিনয় করছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি।

প্রথম দিনের শুটিংয়ে উপস্থিত ছিলেন পরীমনি, তানভীর, মামুন বিশ্বাস, মুকুল সিরাজ, রিপা, আর এ রাহুল ও অন্যরা।

পরীমনি বলেন, ‌’সবে তো শুরু করলাম। প্রথম দিনের শুটিংকে ওয়ার্মআপ বলতে পারেন। তারুণ্য নির্ভর একটা টিম। আমার তো যুদ্ধ যুদ্ধ ফিল হচ্ছে। ‘

বিজ্ঞাপন

গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও সংলাপে ছবিটি পরিচালনা করছেন রাশিদ পলাশ।

নির্মাতা রাশিদ পলাশ বলেন, ‘প্রথম লটটা আমরা ঢাকাতেই করব। এরপর চট্টগ্রামে চলে যাবো আমরা। চট্টগ্রামেই আমাদের মূল কাজ হবে। প্রথম দিনের শুটিংয়ে আমি এবং আমার টিম খুব খুশি। টিমের সবাই আন্তরিকভাবেই শ্রম দিয়ে কাজ করছেন। পরী সত্যিই খুব ভালো অভিনয় করছেন।’

ইউফরসির ব্যানারে নির্মিত এ চলচ্চিত্রের কসটিউম ডিজাইনার হিসেবে কাজ করছেন বিবি রাসেল, চিত্রগ্রহণে আছেন সাহিল রনি, সেট ডিজাইনে মম, ক্রিয়েটিভ ডিরেক্টর রয় সন্দীপ । ছবির জন্য গান গেয়েছেন কবির সুমন।

১৯১১ সালে ৫ মে চট্টগ্রামের পটিয়ার ধলঘাট গ্রামে জন্মগ্রহন করেন প্রীতিলতা তিনি ১৯৩২ সালে ২৪ সেপ্টেম্বর পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণ শেষে গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় ধরা পড়ার আগে সাথে রাখা পটাশিয়াম সায়ানাইড খেয়ে মাত্র ২১ বছর বয়সে নিজের জীবন আত্মহুতি দেন।

পরীমনি প্রীতিলতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর