Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মা হলেন ‘ম্যায় হু না’র অমৃতা


২ নভেম্বর ২০২০ ১৭:৪৩

বাস্তব জীবনে নতুন অধ্যায় শুরু করলেন ‘ম্যায় হু না’র অন্যতম নায়িকা অভিনেত্রী অমৃতা রাও। পুত্র সন্তানের জন্ম দিলেন তিনি। সোমবার (২ অক্টোবার) ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই-কে অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে জানান হয়, রবিবারই পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অমৃতা। মা ও সন্তান দু’জনেই সুস্থ আছে।

২০১৩ সালে অমিতাভ বচ্চন ও অজয় দেবগনের সঙ্গে ‘সত্যাগ্রহ’ সিনেমায় অভিনয়ের পর গ্ল্যামার জগত থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন অমৃতা রাও। ২০১৬ সালে আর জে অনমোলকে বিয়ে করেন। ১৯ অক্টোবর সোশ্যাল মিডিয়ায় অনমোলের সঙ্গে নিজের বেবি বাম্পের ছবি পোস্ট করে অমৃতা জানান, তিনি অন্তঃসত্ত্বা। তবে এতদিন সুরক্ষার খাতিরেই সে খবর লুকিয়ে রেখেছিলেন।

বিজ্ঞাপন

২০০২ সালে আর্য বব্বরের বিরুদ্ধে ‘আবকে বরস’ সিনেমার মাধ্যমে বলিউডে নিজের সফর শুরু করেছিলেন। তারপর শাহিদ কাপুর, অমিতাভ বচ্চন, অজয় দেবগন, শাহরুখ খানের মতো অভিনেতার সঙ্গে চুটিয়ে অভিনয় করেছেন বলিউডে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ম্যায় হু না’র ছবির পরিচালক ফারহা খান অমৃতা রাওকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘বহু সময় পর খুশির খবর।’

‘ম্যায় হু না’র অমৃতা রাও অমৃতা রাও ফারহা খান মা হলেন ‘ম্যায় হু না’র অমৃতা রাও