Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাড়িতে মাদক, পলাতক দীপিকার ম্যানেজার


২ নভেম্বর ২০২০ ২০:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একটা মুত্যু যে বলিউডের পুরো বিনোদন ইন্ডাস্ট্রিকে এভাবে নাড়িয়ে দেবে, তা বোধহয় কেউ কল্পনাও করতে পারেননি! ভারতের সিনেমার তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর নড়েচড়ে গেছে বলিউডের বিশ্বাসের সব ভিত। সুশান্তের মৃত্যুর পর প্রথম আলোচিত বিষয় ছিলো রুপালিজগতের স্বজনপোষণ। সেখান থেকে বিষয়টি এসে ঠেকেছে মাদকে! আর মাদক প্রসঙ্গ আসতেই এবার একের পর এক জড়াচ্ছে বলিউডের তাবড় সব রথী-মহারথীদের নাম।

এরইমধ্যে এই মাদক সংযোগে নাম এসেছে বলিউড অভিনেতা সাইফ আলী খানের কন্যা অভিনেত্রী সারা আলী খান, অভিনেত্রী রাকুল প্রীত সিংহের। এরপর প্রকাশ পেল বলিউডের আরেক অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের নাম। এমন কি সুশান্তের মৃত্যু মামলার তদন্তভার ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)’র কাছে যাওয়ার পর তদন্তে উঠে এসেছে বলিউডের এ সময়কার সবচেয়ে আলোচিত অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের নামও। এরই মধ্যে দীপিকার একটি হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট প্রকাশ্যে আসে। যেখানে ‘মাল’-এর খোঁজ করেছিলেন অভিনেত্রী। এরপরই দীপিকাকে জিজ্ঞাসাবাদের জন্য এনসিবি অফিসে ডেকে পাঠানো হয়। একই সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হয় দীপিকার ম্যানেজার কারিশ্মা প্রকাশকেও। শোনা গিয়েছিল, দীপিকা এবং তার ম্যানেজারকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করেছিলেন এনসিবির গোয়ান্দারা।

বিজ্ঞাপন

জিজ্ঞাসাবাদে দীপিকার ম্যানেজার কারিশ্মা প্রকাশ জানিয়েছিলেন, দীপিকার সঙ্গে যে কথোপকথন হয় তার, সেখানে সিগারেটের বিষয়েই আলোচনা চলত। তারা কখনও মাদক সেবন করেননি। দীপিকা এবং কারিশ্মার ওই দাবির পর গত সপ্তাহে আবার কারিশ্মার বাড়িতে তল্লাসি চালানো হয়। যেখান থেকে নিষিদ্ধ মাদকসহ বিভিন্ন মাদক সংক্রান্ত জিনিষপত্র উদ্ধার করা হয়। এর পরপরই কারিশ্মা প্রকাশকে জিজ্ঞাসাবাদের জন্য আবার সমন পাঠায় এনসিবি। কিন্তু খোঁজ পাওয়া যাচ্ছেনা তার।

ভারতীয় গণমাধ্যম সুত্রের খবর, কারিশ্মা প্রকাশের খোঁজ পাওয়া না যাওয়ায় তার মা মীতাক্ষরা পুরোহিত এবং কোয়ান ট্যালেন্ট ম্যানেজমেন্টের অফিসে ওই সমন পাঠানো হয়। কারিশ্মাকে এই নিয়ে তৃতীয়বার সমন পাঠাল এনসিবি।

কারিশ্মা প্রকাশ দীপিকা পাডুকোন দীপিকার ম্যানেজার কারিশ্মা সুশান্ত মৃত্যুরহস্য সুশান্ত সিং রাজপুত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর