Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিষ্ফোরক আসিফ!


১০ ডিসেম্বর ২০১৭ ২০:২১

স্টাফ করেসপন্ডেন্ট

আসিফ আকবর বরাবরই উচ্চারণে সাহসী। সংগীতপাড়ার নানান ইস্যুতে-অনিয়মে তার কণ্ঠ থাকে সজাগ। ফেটে পড়েন প্রতিবাদে। এবার আসিফ ক্ষেপলেন সে সব সিনিয়র শিল্পীদের বিরুদ্ধে, যারা নতুনদের সমালোচনা করেন সব সময়।
আসিফ বলছেন, ‘আজকাল পত্রিকা-টিভিতে সিনিয়রশিল্পীদের আক্ষেপ শুনে একটু অবাক হই। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা গানবাজনা করছে, অস্বীকার করবো না তাদের দুর্বলতা, ধরেই নিলাম তারা খুব খারাপ করছে। একবার ভাবুন- বর্তমানে আপনারা বাংলা গানের শ্রোতাদের কতোটুকু ধরে রাখতে পারছেন? সমালোচনা আর আক্ষেপ ছাড়া আপনাদের ঝুলিতে আছে শুধু অতীত-বন্দনা।’
২০০১ সালে ‘ও প্রিয়া তুমি কোথায়’-এর আকাশচুম্বী জনপ্রিয়তার পর থেকে আসিফ অ্যালবাম বের করেছেন একের পর এক। কিন্তু মিউজিক ইন্ডাস্ট্রির নানান অনিয়ম, কপিরাইট নিয়ে জটিলতা- ইত্যাদির প্রতিবাদে প্রায় আট বছর গান থেকে দূরে ছিলেন। আসিফ আবারও সক্রিয় হয়েছেন। নিয়মিত গান করছেন। ‘বুলেটিন’ শিরোনামে সামাজিক যোগাযোগের মাধ্যমে গানের খবর জানাচ্ছেন শ্রোতাদের।
কিন্তু বর্তমান সময়ের গান নিয়ে অনেক প্রতিষ্ঠিত শিল্পীদের উন্নাসিকতায় বিরক্ত হচ্ছেন তিনি। বলছেন, ‘আগের দিন নাই- সেই বাস্তবতা মানুন। ব্যাগভর্তি টাকা নিয়ে প্রডিউসার আসবে- সেদিন রাজহাঁসে খেয়েছে। সেই রাজহাঁস জন্ম দিয়েছে কারা! অনিয়মের সাথে আপোষ করে সুবিধা ভোগ করেছেন কারা! দুঃখজনক হলেও সত্যি- অনিয়ম শেষ পর্যন্ত অনিয়মই। প্রডিউসার টাকশাল নিয়ে বসে নেই, তাদেরও খেয়ে পরে চলতে হয়। পত্রিকায় দেয়া বক্তব্যের সাথে আপনাদের অনেকের বাস্তব চলার পথে মিল নেই, গোপনে যোগাযোগ রাখছেন জানি, কর্পোরেট সুবিধা আপনাদেরই দখলে। মানহীন গান আপনারাও করছেন, টাকাও নিচ্ছেন প্রমাণ আছে।’
আসিফের সর্বশেষ অ্যালবাম ‘জানরে’। প্রকাশ হয়েছিলো ২০১৪ সালে। বর্তমানে নতুন অ্যালবামের প্রস্তুতি নিচ্ছেন তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেবিএন/পিএম

 

 

আসিফ আকবর ও প্রিয়া তুমি কোথায় জানরে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর