Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন সিনেমায় চঞ্চল, সঙ্গে তারিন ও বাঁধন


৮ নভেম্বর ২০২০ ১৩:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিনয় জগতে দীর্ঘদিনের ক্যারিয়ারে সিনেমায় কাজ করেছেন হাতে গোনা কয়েকটি। কিন্তু সবগুলো সিনেমা-ই দর্শকদের কাছে সমাদৃত হয়েছে। এবার সেই ধারাবাহিকতায় আরও একটি চলচ্চিত্রে যোগ দিলেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। ছবির নাম ‘ডার্করুম’। নির্মাতা গোলাম সোহরাব দোদুল। এই সিনেমায় চঞ্চলের সঙ্গে অভিনয় করবেন দুই নন্দিত অভিনেত্রী তারিন জাহান ও আজমেরী হক বাঁধন।

এর আগে ‘সাপলুডু’ সিনেমা দিয়েই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন গোলাম সোহরাব দোদুল। জানা যায়, সেই ছবিতেও অভিনয় করার কথা ছিল চঞ্চলের। কিন্তু শিডিউলজনিত জটিলতায় তা আর হয়নি।

‘ডার্করুম’ প্রসঙ্গে গণমাধ্যমে নির্মাতা গোলাম সোহরাব দোদুল জানালেন, “বেশকিছু দিন আগে ওয়েব ফিল্মটির শুটিং শেষ করেছি। প্যারাসাইকোলজি থ্রিলার গল্প নিয়ে এটি নির্মাণ করা হয়েছে। বেশ দারুণ অভিনয় করেছেন চঞ্চল, তারিন ও বাঁধন। আমি প্রত্যাশা করছি দর্শক ‘ডার্করুম’ উপভোগ করবেন।”

বিজ্ঞাপন

নির্মাতা সুত্রে জানা গেছে, খুব শিগগিরই ছবিটির ট্রেলার প্রকাশ হবে। আর এই সিনেমাটি মুক্তি পাবে ওয়েব প্লাটফর্মে।

আজমেরী হক বাঁধন ওয়েব প্ল্যাটফর্ম ওয়েব ফিল্ম গোলাম সোহরাব দোদুল চঞ্চল চৌধুরী ডার্করুম তারিন জাহান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর