‘দৈত্য’ নিয়ে মিনার্ভা’র প্রত্যাবর্তন
৮ নভেম্বর ২০২০ ১৫:৪২
ভক্তদেরকে টানা ছয় বছর অপেক্ষায় রেখে অবশেষে ‘দৈত্য’ গানের মধ্য দিয়ে নতুনভাবে প্রত্যাবর্তন করলো দেশের অন্যতম জনপ্রিয় হেভি মেটাল ব্যান্ড ‘মিনার্ভা’। ২০১৩ সালে নিজেদের প্রথম অ্যালবাম ‘বিদায় সংবিধান’ অ্যালবামের মধ্য দিয়ে দেশের হেভি মেটাল ভক্তদের মনে স্থান করে নেয় দলটি।
গানটির প্রোডাকশন এর পাশাপাশি এতে গিটার বাজিয়েছেন সুলতান রাফসান খান। কণ্ঠ দিয়েছেন ব্যান্ডটির ভোকাল ইশমি। গানটি লিখেছেন মিনার্ভার বেজিস্ট তাসকিন আলি। ড্রামে ছিলেন তৌফিক আহমেদ বিজয়।
‘গাণিতিক সমীকরন’ প্রকাশের পর ছয় বছর বিরতিতে অনেক পরিবর্তনের ছোঁয়ায় মিনার্ভার চিরচেনা কম্পোজিশন এবং সুরের ধাঁচে কিছুটা পরিবর্তন এসেছে। তবে এতে পাওয়া যাবে তাদের দ্রোহী আর আগ্রাসী মনোভাব।
‘দৈত্য’র মিউজিক ভিডিওটি নির্মাণ করেছে রংমিস্ত্রী হাউজ এবং সহযোগিতায় ছিলো বিবিএমএফসি, হ্যাঙ্গার ১৮। গানটি স্পন্সর করেছে ‘ক্র্যায়ন ম্যাগ’। মিউজিক ভিডিও দেখা যাবে মিনার্ভার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।