দীর্ঘ বিরতি শেষে চলচ্চিত্রে নিয়মিত হয়েছেন আঁচল। একের পর এক চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হচ্ছেন তিনি। সম্প্রতি তিনি মিজানুর রহমান লাবু পরিচালিত ‘যমজ ভূতের গল্প’-এ চুক্তিবদ্ধ হয়েছেন। তার বিপরীতে থাকবেন নবাগত মঈন খান।
‘যমজ ভূতের গল্প’ ছবির কাহিনি ও চিত্রনাট্য মিজানুর রহমান লাবুর। এটি প্রযোজনা করছে রুশদা ফিল্মস। ২৩ নভেম্বর থেকে শুটিং শুরু হতে যাচ্ছে ছবিটির।
ছবিটি নিয়ে আঁচল বলেন, ‘ভূতের গল্পে এর আগে কাজ করা হয়নি। গল্পটা দারুণ তাই প্রস্তাব পেতেই লুফে নেই। গল্পে নতুনত্ব আছে। দারুণ একটা টিম আছে এই সিনেমার পিছনে। আপনাদের সবার দোয়ায় বিরতি ভেঙ্গে ফিরে এরইমধ্যে কয়েকটি নতুন চলচ্চিত্রের কাজ শুরু করেছি। এখন থেকে নিয়মিত চলচ্চিত্রে পাওয়া যাবে। আর বিরতি নয়।’
বিরতি ভেঙ্গে ফিরেই আঁচল এরইমধ্যে শেষ করেছেন ইয়াসির আরাফাত জুয়েল পরিচালিত ‘চিত্রকর’ ও মনতাজুর রহমান আকবার পরিচালিত ‘আয়না’র শুটিং। ২৮ নভেম্বর থেকে শুটিং করবেন ফরিদুল হাসান পরিচালিত ওয়েব ফিল্ম ‘কর্পোরেট-এর।