অস্কারে বিদ্যা
৯ নভেম্বর ২০২০ ১৩:০৫
প্রথমবারই স্বল্প দৈর্ঘ্যের ছবিতে অভিনয় করে নয়া মাইলস্টোন ছুঁয়ে ফেললেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। তার অভিনীত শর্ট ফিল্মটি এবার অস্কার পুরস্কার মনোনয়নের জন্য যোগ্যতা অর্জন করে ফেলল।
গত বছর জুলাইয়ে শর্ট ফিল্ম ‘নটখট’-এর কথা ঘোষণা করেছিলেন বিদ্যা বালান। স্বল্প দৈর্ঘ্যের ছবি দিয়েই প্রযোজনা শুরু করেন এই অভিনেত্রী। ‘নটখট’ ছবিটির চিত্রনাট্য তার এতটাই পছন্দ হয়েছিল যে প্রযোজনার সিদ্ধান্তও নিয়ে ফেলেন তৎক্ষণাৎ। ধর্ষণ, লিঙ্গবৈষম্য, যৌন হেনস্তা- এহেন নানা বিষয় ফুটে উঠেছে ছবিতে। পুরুষতান্ত্রিক সমাজের ঘেরাটোপে রোজকার জীবনে ঘরে-বাইরে কীভাবে নারীদের হেনস্তা হতে হয় এবং ক্রমশ তা কীভাবে প্রকট আকার ধারণ করছে, সেই বিষয়গুলির দিকেও আলোকপাত করেছে বিদ্যা প্রযোজিত ছবি ‘নটখট’। যেখানে গৃহবধূর চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা।
‘নটখট’ ছবিটি মুক্তি পেতেই দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। এবার এই ছবিটি এবছরের বেস্ট অফ ইন্ডিয়া শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে সেরা ছবির শিরোপা পেল। আর এই পুরস্কার জিতেই ছবিটি অস্কার মনোনয়নের জন্য যোগ্যতা অর্জন করল।
এমন একটি খবরে বেশ উচ্ছ্বসিত বিদ্যা বালান। সামাজিক যোগাযোগ মাধ্যমে সে উচ্ছ্বাস প্রকাশ করে একটি পোস্ট দিয়েছেন তিনি। তাতে লিখেছেন, ‘সত্যিই, দারুণ আনন্দ হচ্ছে। ভারতের স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র উৎসবে আমাদের ছবিটি সেরা হয়েছে। এবার এটি অস্কারে মনোনীত হওয়ার যোগ্য হয়ে উঠেছে। সেই সঙ্গে আড়াই হাজার ডলারও জিতেছে।’
প্রথমবার প্রযোজনা করেই এমন সাফল্যে আপ্লুত হয়ে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বললেন, ‘আশা করছি আগামী বছর আমরা অস্কারটা নিয়ে আসতে পারব।’