Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালের ছড়াছড়ি পোস্টারে


১০ নভেম্বর ২০২০ ১৭:২৩

লাল রঙকে বলা হয় বিপ্লবের রঙ। আবার একে যুদ্ধের রঙও বলা হয়। কোন জিনিস নিষিদ্ধ বোঝাতে আমরা এ লাল রঙ ব্যবহার করে ক্রস এঁকে দিই। ছবির নাম ‘নিষিদ্ধ প্রেমের গল্প’। নামের সাথে মিল রাখতেই যেন পরিচালক রুবেল আনুশ ছবিটির প্রথম পোস্টারের জন্য বেছে নিলেন রঙটিকে।

‘নিষিদ্ধ প্রেমের গল্প’র কাহিনি একজন কম বেশি কিশোরের সঙ্গে পূর্ণ বয়স্ক নারীর প্রেম। এ ধরনের সম্পর্ক সমাজের চোখে নিষিদ্ধ। আবার যারা প্রেমে পড়েন তাদের কাছে বিষয়টা ভয়ের। তাই তো পরিচালক কিছুটা কালো রঙেরও ছোঁয়া রেখেছেন এতে ‘ভয়ের প্রতীক’ হিসেবে।

বিজ্ঞাপন

পরিচালক জানালেন, নান্দনিক পোস্টারটি ডিজাইন সোহানুর রহমান। আনুশ বলেন, ‘আমি চেয়েছি ছবির বিষয়বস্তুর সঙ্গে মিল রেখে পোস্টার করতে। তাই লাল এবং কালোর প্রাধান্য দিয়েছি পোস্টারে।’

২০১৪ সালে শুরু হওয়া ছবিটির শুটিং শেষ হয়েছে সম্প্রতি। বর্তমানে চলছে পোস্টপ্রোডাকশনের কাজ। আনুশ জানালেন আগামী তিন মাসের মধ্যে ছবিটি মুক্তি দিতে চান। মুক্তির জন্য কথা বলছেন দেশের শীর্ষস্থানীয় কিছু ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে।

তিনি বলেন, ‘অনেক চিন্তায় ছিলাম, ছবিটি নিয়ে সেন্সর বোর্ড হয়তো আপত্তি করবে। এখন অনলাইনে মুক্তির সিদ্ধান্ত নেওয়ায় এসব চিন্তা আর করতে হচ্ছে না। নিজের মতো করে গল্পটা উপস্থাপন করতে পারব।’

মাঝে ছবিটির নাম পরিবর্তন করে রেখেছিলেন ‘প্রেম কাহন’। তবে শেষ পর্যন্ত প্রথম নামেই ছবিটি মুক্তি দিচ্ছেন বলে জানালেন রুবেল আনুশ।

‘নিষিদ্ধ প্রেমের গল্প’ ছবির কাহিনি রুবেল আনুশের। তার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন রাকায়েত রাব্বি। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিমলা ও মামুন। আরও আবুল হায়াত, রুমাই নোভিয়া, পুলক, বাপ্পী, লাবণী, সাদিয়া, আলিফ, মুসা, টুটুল চৌধুরী, আফরিন প্রমুখ।

বিজ্ঞাপন

প্রযোজনা করেছে আনুশ ফিল্মস। সহ-প্রযোজক হিসেবে রয়েছে রেড পিকচার্স। ক্যামেরায় ছিলেন বিকাশ সাহা। সঙ্গীত পরিচালনা করেছেন সোহেল রাজ।

নিষিদ্ধ প্রেমের গল্প পোস্টার রুবেল আনুশ সিমলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর