‘প্রীতিলতা’র জন্য রাব্বানী, সাব্বির ও নিরবের গান
১১ নভেম্বর ২০২০ ১৬:০২
ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনের গল্প নিয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্র ‘প্রীতিলতা’। আর এই চলচ্চিত্রের জন্য নতুন একটি গান তৈরি করলেন গোলাম রাব্বানী, সাব্বির নাসির ও জাহিদ নিরব।
সম্প্রতি ঢাকার একটি স্টুডিওতে ‘মানুষ’ শিরোনামের এ গানটির রেকর্ড হয়। গোলাম রাব্বানীর লেখায় গানটিতে কণ্ঠ দেন সাব্বির নাসির। সংগীত আয়োজনে ছিলেন নিরব।
গানটি প্রসঙ্গে সাব্বির নাসির বলেন, ‘বাংলা সিনেমার গানে এটা আমার প্রথম প্লেব্যাক, সে কারণে আনন্দিত, তার চেয়ে বেশি আনন্দিত প্রীতিলতার টিমের সঙ্গে যুক্ত হতে পেরে।’
জাহিদ নিরব বলেন, ‘আমার ইচ্ছা ছিল গানটা একটু ট্রেন্ডি বানানোর সাথে একটু ফোক মিউজিক থাকলো। গানের লিরিক খুবই স্প্রিচুয়াল, যদিও মিউজিকে আমি একটু রকিং কিছু করেছি। সাব্বির ভাই বেশ ভালো গেয়েছেন। সব মিলিয়ে কাজটা ভালো হয়েছে।’
গোলাম রাব্বানী বলেন, ‘এই গানে মূলত মানুষের জীবনের কিছু চরম সত্য কথা বলার চেষ্টা করেছি। যে কথাগুলো সবারই মনের কথা। সবাই হয়তো যে যার মতো করে বলেনও। আমি একটু গানের মাধ্যমে বলার চেষ্টা করছি।’
গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও সংলাপে রাশিদ পলাশের পরিচালনায় নির্মিত এ চলচ্চিত্রের অন্য একটি গানে কণ্ঠ দিয়েছেন দুই বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী কবির সুমন।
এই চলচ্চিত্রে শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার চরিত্রে অভিনয় করছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। ১ নভেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হয়েছে। ছবির প্রথম লটের শুটিংয়ে অভিনয় করছেন তানভীর, মামুন বিশ্বাস, মুকুল সিরাজী, রিপা, সাইফ চন্দন, আর এ রাহুল, রাজু খান, আফরিনা বুলবুল ও অন্যরা।