Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘চল্লিশ বছরে এই প্রথম ক্ষমা চাইতে হলো’, কুমার শানুর আক্ষেপ


১১ নভেম্বর ২০২০ ১৬:৩৯

ছেলে জান কুমারের করা এক বিতর্কিত মন্তব্যের কারণে ক্ষমা চেয়েছিলেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানু। রিয়ালিটি শো ‘বিগ বস’-এ ছেলে জান কুমার মারাঠিদের ভাবাবেগে আঘাত করায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তার মাধ্যমে সকলের কাছে ক্ষমা চাইতে হয় নয়ের দশকের এই মেলোডি কিংকে।

ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সেইদিনের সেই প্রসঙ্গে আক্ষেপ করলেন তিনি। বললেন, ‘গত চল্লিশ বছরে কখনও মাথা নোয়াতে হয়নি আমাকে। কিন্তু জানের জন্য ক্ষমা চাইতে হয়েছে সকলের কাছে। এ সব প্রশ্ন আসতই না, যদি ও সেখানে না যেত। জানের বয়স কম। ওর পক্ষে এ সব সামলে চলা কঠিন। সে জন্যই আমি বারণ করেছিলাম।’

রিয়ালিটি শো ‘বিগ বস’-এ ‘স্বজনপ্রীতি’ নিয়ে বিতর্ক সৃষ্টি হলে সেখানেও জান কুমার জানান যে, তিনি তারকাপুত্র হিসেবে কোনও সুবিধে পাননি। তার মা-ই তাকে মানুষ করেছেন। গত ২৭ বছর পিতা-পুত্রের মধ্যে বিশেষ যোগাযোগ ছিল না। শানুও সে কথা মেনে নিয়ে বললেন, ‘ওর মা-ই ওকে মানুষ করেছে। আমার তাতে কোনও ভূমিকা ছিল না।’ তবে ছেলেকে নাকি এই রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণ করতে বারণ করেছিলেন তিনি।

উল্লেখ্য, ঘটনার সূত্রপাত রিয়ালিটি শো ‘বিগ বস’-এর ২৭ অক্টোবরের এপিসোড থেকে। যেখানে শোয়ের প্রতিযোগী নিকি টাম্বোলি জান কুমারকে মারাঠি ভাষায় কিছু একটা বলতে যান। তাতেই বিরক্ত হয়ে জান বলে ওঠেন, মারাঠি ভাষা শুনলে তার বিরক্তি লাগে। তার সঙ্গে কথা বলতে হলে হিন্দিতে বলতে হবে। ভিডিও প্রকাশ্যে আসতেই বিক্ষোভে ফেটে পড়েন শিব সেনা ও এমএনএস-এর কর্মীরা। ২৪ ঘণ্টার মধ্যে কুমার শানুর ছেলে জানকে ক্ষমা চাইতে বলা হয়। এমন কি ‘বিগ বস’ বন্ধের হুমকিও দেওয়া হয়। এরপরই চ্যানেলের পক্ষ থেকে বিবৃতি জারি করে ক্ষমা চাওয়া হয়। শোয়ের মাধ্যমে ক্ষমা চেয়েছেন জানও।

সেদিনের সেই ভিডিও বার্তায় ‘জানি না ওর মা ওকে কী শিক্ষা দিয়েছে’ উল্লেখ করে কুমার শানু বলেন, ‘আমি শুনেছি আমার ছেলে জান খুবই খারাপ একটি কথা বলেছে। যা আমি এই ৪০-৪১ বছর ধরে কখনও ভাবিনি, ভাবতেও পারিনি। যে মহারাষ্ট্র, যে মুম্বাই আমাকে আশীর্বাদ দিয়েছিল, যেভাবে আমাকে নাম-যশ-অর্থ সমস্ত কিছু দিয়েছে, সেই মহারাষ্ট্রের সম্পর্কে এমন কোনও কথা আমার মনে কখনও আসতে পারে না। ভারতবর্ষের সমস্ত ভাষাকেই আমি সম্মান করি। সমস্ত ভাষায় আমি গান গেয়েছি। প্রায় ২৭ বছর ধরে আমি আমার ছেলের সঙ্গে থাকি না। আমরা আলাদা থাকি। জানি না ওর মা ওকে কী শিক্ষা দিয়েছে। কিন্তু আমি আর কী-ই বা করতে পারি, বাবা হিসেবে শুধু ক্ষমাই চাইতে পারি আপনাদের কাছে।’

কুমার শানু জান কুমার বিগ বস ১৪


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর