Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পোড়া রুটির নাম চেয়ে রুক্মিণীর আবদার!


১২ নভেম্বর ২০২০ ১৩:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০১৭ সালে ‘চ্যাম্প’ ছবি দিয়ে টলিউডে যাত্রা শুরু হয় রুক্মিণী মৈত্রর। এরপর ‘ককপিট’, ‘কবীর’, ‘কিডন্যাপ’, ‘পাসওয়ার্ড’, একের পর এক ছবির নায়িকা হিসেবে আলোচনায় আসেন তিনি। তবে ছবি নিয়ে যতটাই না আলোচনা তার চেয়েও তাকে নিয়ে বেশী আলোচিত হয় টলিউড সুপার হিরো দেব’র সঙ্গিনী হিসেবেই।

বর্তমানে এই নায়িকা ব্যস্ত রয়েছে আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে নতুন ছবি ‘সুইৎজারল্যান্ড’র শুটিং নিয়ে। জিতের প্রযোজনা সংস্থা থেকেই প্রযোজিত হতে চলেছে রুক্মিণী-আবির জুটির এই ছবি। এই ছবিরই সেটে জীবনের প্রথম রুটি বানিয়েছেন রুক্মিণী। যদিও সেটা পোড়া! তবুও তো প্রথম। ঠিক যেন প্রথম প্রেমের মতো। তাই নাম রাখার সাধ হয়েছে অভিনেত্রী। কী নাম রাখবেন, কিছুতেই ঠিক করে উঠতে পারছেন না। সেই কারণেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন স্বনির্মিত ‘পোড়া রুটি’র ছবি। নাম রাখার দায়িত্ব অনুরাগীদের দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রোফাইলে সেই রুটির ছবি শেয়ার করেছেন রুক্মিণী। ক্যাপশনে নায়িকা জানিয়েছেন, আসন্ন ছবি ‘সুইৎজারল্যান্ড’-এর সেটে প্রথম এই রুটিখানি তৈরি করেছিলেন তিনি। একটু পুড়েই গিয়েছিল। আর সেই সুবাদেই রুটির দু’টি চোখ, একটি নাক ও একটি মুখের সৃষ্টি হয়েছে। কপালে আবার একটা দাগও রয়েছে। রুটি দেখে ছবিতে রুক্মিণীর স্বামী শিবুর চরিত্রে অভিনয় করা আবির চট্টোপাধ্যায় ঘটনাস্থল ছেড়ে কেটে পড়ছিলেন। যাতে তাকে রুটিটি না খেতে হয়। সেই দৃশ্যও রুক্মিণীর শেয়ার করা ছবির ফ্রেমে ধরা পড়েছে।

বিজ্ঞাপন

কুয়াকাটায় আইনজীবীকে কুপিয়ে জখম
১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৩

আরো

সম্পর্কিত খবর