Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেন্সরে জমা ‘রূপসা নদীর বাঁকে’


১২ নভেম্বর ২০২০ ১৮:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তানভীর মোকাম্মেল পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রূপসা নদীর বাঁকে’ সেন্সর বোর্ডে জমা দেয়া হয়েছে। একজন ত্যাগী বামপন্থী নেতার কাহিনী নিয়ে নির্মিত ছবিটি সরকারী অনুদানে নির্মিত।

সোয়া দুই ঘন্টা দৈর্ঘ্যরে ছবিটির কাহিনি ও চিত্রনাট্য রচনা করেছেন তানভীর মোকাম্মেল। চিত্রগ্রহণ করেছেন মাহফুজুর রহমান। সম্পাদনায় ছিলেন মহাদেব শী। শিল্প নির্দেশনা ও প্রধান সহকারী পরিচালক উত্তম গুহ। আবহসঙ্গীতে সৈয়দ সাবাব আলী আরজু, পোষাকে চিত্রলেখা গুহ ও মেকআপে মোহাম্মদ আলী বাবুল। সহকারী পরিচালক ছিলেন রানা মাসুদ, সৈয়দ সাবাব আলী আরজু ও সগীর মোস্তফা।

‘রূপসা নদীর বাঁকে’ ছবিটিতে অভিনয় করেছেন জাহিদ হোসেন শোভন, খায়রুল আলম সবুজ, নাজিবা বাশার, রামেন্দু মজুমদার, চিত্রলেখা গুহ, ঝুনা চৌধুরী, আফজাল কবির, রাজীব সালেহীন, উত্তম গুহ, মাসুম বাশার প্রমুখ।

বিজ্ঞাপন

পরিচালক জানিয়েছেন চলচ্চিত্রটি ডিসেম্বরে মুক্তি দেয়া হবে।

তানভীর মোকাম্মেল রূপসী নদীর বাঁকে