Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিউজিক্যাল ফিল্ম ‘আমারে দিয়া দিলাম তোমারে’


১৩ নভেম্বর ২০২০ ১৪:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সময়টা ১৯৪৬ সাল। একদিকে ব্রিটিশ বিরোধী সশস্ত্র বিপ্লবী সংগ্রামের সময়, অন্যদিকে দাঙ্গা। এই আন্ডারগ্রাউন্ড আন্দোলনে জড়িয়ে পড়া ছেলেকে কোলকাতা থেকে ফিরিয়ে এনেছেন বাবা। বিয়ে দিয়ে দেবেন। ছেলের মাথায় তখন আন্দোলনের ভূত। বিয়ে হয়ে যায়। এই প্রেক্ষাপটে নির্মিত হয়েছে সাব্বির নাসিরের গাওয়া ‘আমারে দিয়া দিলাম তোমারে’ শিরোনামের গানটির মিউজিক্যাল ফিল্ম।

ওমর ফারুক বিশালের লেখা এবং মুরাদ নূরের সুরে গানটির মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। মিজিক্যাল ফিল্মটি সাব্বির নাসিরের ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে। মডেল হিসেবে কাজ করেছেন আবু হুরায়রা তানভীর ও পুনম হাসান জুঁই। মানিকগঞ্জে এর দৃশ্যধারনের কাজ হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে গানটির স্টুডিও ভার্সন সাব্বির নাসিরের ফেসবুক পেইজ, ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। গানের কিছু অংশ ‘আদা সমুদ্দুর’ নাটকে ব্যবহার করা হয়েছে।

সাব্বির নাসির বলেন, গানটি শ্রোতারা আগেই শুনেছেন এবং প্রকাশের পর বেশ সাড়া পেয়েছি। তাই এবার শ্রোতাদর্শকের জন্য প্রকাশ করা হলো এই গানের অফিসিয়াল মিউজিক ভিডিওটি। শাহরিয়ার পলক সুন্দরভাবে এটি নির্মাণ করেছেন। আশা করি, সকলের পছন্দ হবে।

আমারে দিয়া দিলাম তোমারে মিউজিক্যাল ফিল্ম সাব্বির নাসির

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর