Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্কারের আন্তর্জাতিক বিভাগে নিয়ম শিথিল, লাগবে না সেন্সর ছাড়পত্র


১৫ নভেম্বর ২০২০ ১৮:০০ | আপডেট: ১৫ নভেম্বর ২০২০ ১৯:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯৩তম অস্কারের জন্য আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ছবি আহ্বান করা হয়েছে। করোনাভাইরাসের কারণে এবারের আসরের কিছু নিয়মে পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে ‘আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র’ বিভাগে যে ছবিগুলো প্রতিযোগীতা করবে সেগুলো সংশ্লিষ্ট দেশে মুক্তি পাওয়ার বাধ্যবাধকতা শীতল করা হয়েছে।

অস্কারের আন্তর্জাতিক নীতিমালায় পরিবর্তন এনেছে অস্কার কমিটি। তারা জানিয়েছে, শুধুমাত্র করোনা মহামারীর কারণে এ বিশেষ নিয়ম এবং এ নিয়ম শুধু এ বছরের জন্য। ছবিগুলো আমেরিকা ব্যতীত পৃথিবীর অন্য কোন দেশে প্রদর্শিত হলেই চলবে। তবে করোনার সময় ছবিটি সিনেমা মুক্তির জন্য ওই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়েছিল, এমন প্রমাণপত্র দিতে হবে।

বিজ্ঞাপন

বাংলাদেশের অনেক ছবিই দেশের বাইরে প্রদর্শিত হয়েছে, কিন্তু দেশে প্রদর্শিত হয়নি কিংবা সেন্সর ছাড়পত্র পায়নি। অস্কার কমিটির এ সিদ্ধান্তের ফলে দেশে সেন্সর ছাড়পত্র না ফেলেও যদি বিদেশে প্রদর্শিত হয়, তাহলে অস্কারের বাংলাদেশ কমিটির কাছে ছবি জমা দিতে পারবেন পরিচালক, প্রযোজকরা।

এ সিদ্ধান্তের ফলে মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ কিংবা রুবাইয়েত হোসেনের ‘মেড ইন বাংলাদেশ’ ছবিগুলো প্রতিযোগীতা করার সুযোগ পাবে।

অস্কার বাংলাদেশি ছবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর