Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদায় অপু, বিদায় ফেলুদা (ফটোস্টোরি)


১৫ নভেম্বর ২০২০ ১৮:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লড়েছেন টানা ৪০ দিন। সবাই আশায় বুক বেঁধেছিলেন। কিন্তু ফেরা হলো না। চলে গেলেন ত্রিভুবনের মায়া কাটিয়ে। সৌমিত্র চট্টোপাধ্যায়— কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের নিজ হাতে গড়া কিংবদন্তি অভিনেতা। করোনা পরবর্তী ধাক্কা নিতে পারেনি তার শরীর।

জীবনের প্রথম ১০ বছর সৌমিত্র কাটিয়েছিলেন কৃষ্ণনগরে। এই শহরেই অভিনয় জীবনে তাঁর হাতেখড়ি।

পরিবার চলে আসে হাওড়ায়। সৌমিত্র পড়তেন হাওড়া জেলা স্কুলে। স্কুলের অনুষ্ঠানে নিয়মিত অভিনয় করতেন তিনি। তার ক্যারিয়ার কিন্তু অভিনেতা হিসেবে শুরু হয়নি। অল ইন্ডিয়া রেডিওতে ঘোষক হিসেবে তার ক্যারিয়ার শুরু।

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করা সৌমিত্রের অভিনয় শিখেছিলেন অহিন্দ্র চৌধুরীর কাছে। কলেজে থাকতে অভিনেতা শিশির বাদুড়ির অভিনয় দেখে সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি অভিনেতাই হবেন।

বিজ্ঞাপন

চলচ্চিত্রে তার প্রথম আত্মপ্রকাশ সত্যজিত রায়ের ‘অপুর সংসার’ ছবিতে ১৯৫৯ সালে। সত্যজিত রায়ের ১৪টি ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়।

সত্যজিৎ রায়কে সৌমিত্র একটি বইও লিখেছিলেন। নাম ‘মানিকদার সঙ্গে’। বইটির ইংরেজি নাম ‘দা মাস্টার অ্যান্ড আই’।

সত্যজিৎ রায়ের বিভিন্ন ছবির তিনি সফল নায়ক তো বটেই, কিন্তু সত্যজিত রায়ের ‘ফেলুদা’ চরিত্রের সুবাদে মানুষের কাছে তার আরেকনাম হয়ে গিয়েছিল ‘ফেলুদা’।

সৌমিত্র চট্টোপাধ্যায়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর