বিজলী রূপে ববি
১৪ মার্চ ২০১৮ ১৫:৩৪ | আপডেট: ১৪ মার্চ ২০১৮ ১৬:০৮
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
সুপারহিরোইন ঘরানার সিনেমা বিজলী। ঢালিউডে এই ধরনের সিনেমা হয় না বললেই চলে। তাও আবার বিশেষ ক্ষমতাধরের চরিত্রে নারীকে দেখা যায়নি বাংলাদেশের কোনো সিনেমায়।
এবার সেই অপূর্ণতা মিটবে। বিজলী সিনেমায় এক নারীকে দেখা যাবে বিশেষ ক্ষমতার অধিকারীর চরিত্রে। ছবিতে সুপার পাওয়ারকে বিশেষ গুরুত্ব দেয়ায় ‘বিজলী’ সিনেমাকে বলা হচ্ছে দেশের প্রথম সুপারহিরোইন ঘরানার সিনেমা।
এই ঘরানার সিনেমা নির্মাণের সাহস করেছেন চিত্রনায়িকা ববি। ছবিটি প্রযোজনাও করেছেন তিনি। নায়িকার প্রতিষ্ঠান ববস্টার ফিল্মস নিবেদন করছে ছবিটি। এর নাম ভূমিকা অর্থাৎ বিজলী চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি।
ববি অভিনীত বিগত অনেক সিনেমার পরিচালক ইফতেখার চৌধুরী নির্মাণ করেছেন ‘বিজলী’। সম্প্রতি প্রকাশ পেয়েছে সিনেমার প্রথম অফিসিয়াল পোস্টার। শুধু ববিকেই রাখা হয়েছে সিনেমার প্রথম পোস্টারে।
বড় বাজেটের ছবিটি মুক্তি দিতে ভালো সময় খুঁজছেন প্রযোজক। শিগগিরই আসবে ছবিটির মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা। সংশ্লিষ্টরা ধারণা করছেন ঈদে মুক্তি পেতে পারে ‘বিজলী’।
সারাবাংলা/পিএ /টিএস