Monday 31 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফারহান-পায়েলের ‘ট্রু স্টোরি’


১৬ নভেম্বর ২০২০ ১৪:৫৮

জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মাণ করেছেন ‘ট্রু স্টোরি’। সত্য ঘটনা নিয়ে নাটকটি প্রযোজনা করেছে সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট। তাই এর নাম ‘ট্রু স্টোরি’। পারিবারিক চেনাজানা গল্প নিয়ে সাজানো হয়েছে এটি।

‘ট্রু স্টোরি’ নাটকটিতে জুটি বেঁধেছেন এ প্রজন্মের অভিনেতা মুশফিক আর ফারহান ও অভিনেত্রী কেয়া পায়েল। এছাড়া আছেন মনিরা আক্তার মিঠু, মুকিত জাকারিয়া ও সুষমা সরকার। ঢাকার উত্তরায় একটি বাড়িতে এর শুটিং সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন

নাটকটি পরিচালনার পাশাপাশি লিখেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তিনি বলেন, ‘হাস্যরসের মাধ্যমে পারিবারিক কিছু বক্তব্য দিতে চেয়েছি আমি। এসব বিষয় আমাদের সবারই চেনাজানা। ফলে আমার আশা, দর্শকরা সহজেই গল্পের সঙ্গে নিজেদের সংযোগ খুঁজে পাবেন।’

দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে ‘ট্রু স্টোরি’। ইউটিউবে সিনেমাওয়ালার অফিসিয়াল চ্যানেলে দেখা যাবে এটি।

কেয়া পায়েল ট্রু স্টোরি মুশফিক ফারহান মুহাম্মদ মোস্তফা কামাল রাজ সিনেমাওয়ালা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর