Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কমেডি ছবিতে বিশাল অঙ্কের পারিশ্রমিকে অক্ষয়


১৬ নভেম্বর ২০২০ ১৫:১৬

বলিউড অভিনেতা অক্ষয় কুমার মানেই এক অফুরান প্রাণশক্তির ভান্ডার। ৫২ বছর বয়সেও তিনি এখনও পাক্কা ‘খিলাড়ি’। পাশাপাশি লাভের অঙ্কটাও বেশ ভালই বোঝেন তিনি। ২০১৯ সালে তার ৬টি সিনেমা মুক্তি পেয়েছিল। আর এ বছর করোনা পরিস্থিতির জেরে শুধুমাত্র ‘লক্ষ্মী’ মুক্তি পেলেও আগামী বছরের কাজ গুছিয়ে নিয়েছেন এই বলিউডের খিলাড়ি। জানা গেছে, এবার পারিশ্রমিকের পরিমাণেও সকলের চোখ ধাঁধিয়ে দিয়েছেন তিনি। আসন্ন কমেডি ছবির জন্য নাকি ১০০ কোটি টাকা নিচ্ছেন অক্ষয়।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যমের খবর, ‘পতি পত্নী অউর উয়ো’ খ্যাত পরিচালক মুদাসসার আজিজের পরিচালনায় একটি কমেডি ছবিতে অভিনয় করবেন অক্ষয়। ছবিটি প্রযোজনা করবেন জ্যাকি বাগনানি। কিছুদিন আগেই জ্যাকির প্রযোজনায় ‘বেল বটম’ ছবির কাজ শেষ করেছেন অক্ষয়। সেই ছবির সেটেই নাকি এই ছবির চিত্রনাট্য তাকে শোনানো হয়েছিল। চিত্রনাট্য শুনে অক্ষয়ের পছন্দ হয়েছে। অভিনয়ে সম্মতি জানান। আর এই ছবির জন্যই নাকি ১০০ কোটি টাকা পেতে চলেছেন বলিউডের খিলাড়ি। বাকি ছবির বাজেট ৩৫ থেকে ৪০ কোটি টাকা। আগামী বছরের জুলাই মাসে কমেডি ছবির শুটিং শুরু করতে পারেন অক্ষয়। ২০২২ সালে ছবিটি রিলিজের পরিকল্পনা রয়েছে পরিচালক-প্রযোজকের।

বিজ্ঞাপন

অক্ষয় কুমার পরিচালক মুদাসসার আজিজ প্রযোজক জ্যাকি বাগনানি বলিউড সিনেমা

বিজ্ঞাপন

এবারের আইপিএলই ধোনির শেষ?
৭ এপ্রিল ২০২৫ ০৯:৪৫

আরো

সম্পর্কিত খবর