Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাকিবের সঙ্গে নাচবেন হৃদি শেখ


১৬ নভেম্বর ২০২০ ২৩:১০ | আপডেট: ২১ মে ২০২২ ১৬:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাতাসে গুঞ্জন ছিল বিদ্যা সিনহা মিম অথবা নুসরাত ফারিয়া নাচবেন ‘নবাব এলএলবি’র আইটেম গানে। পরিচালকের সঙ্গে এদের দুজনের কথাও হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত এদের সঙ্গে সবকিছু মিললো না। ছবিটির আইটেম গানে শাকিব খানের সঙ্গে নাচবেন ‘চ্যানেল আই সেরা নাচিয়ে’র সিজন থ্রি বিজয়ী হৃদি শেখ।

সারাবাংলাকে খবরটি নিশ্চিত করেছেন পরিচালক অনন্য মামুন। মামুন জানান, সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় হৃদি শেখকে চুক্তিবদ্ধ করা হয়েছে। আগামী ১৮ অক্টোবর গানটির শুটিং হবে এফডিসিতে। হৃদি শেখের সঙ্গে থাকবেন শাকিব খান। সকাল থেকে শুটিং শুরু হয়ে পুরো রাত জুড়ে কাজ হবে। কোরিওগ্রাফি করবেন সুমন।

বিজ্ঞাপন

‘চিল করবো চিল’ শিরোনামের গানটি গেয়েছেন সুপ্রতীপ ভট্টাচার্য ও অন্তরা মিত্র। লিখেছেন দোলন মৈনাক। সুর ও সঙ্গীত পরিচালনাও দোলনের।

এ গানটির শুটিংয়ের মধ্য দিয়ে ‘নবাব এলএলবি’ ছবির ৩টি গানের মধ্যে ২টির শুটিং শেষ হবে। বাকিটির শুটিং দেশের বাইরে হবে।

‘নবাব এলএলবি’র প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া। সেলিব্রিটি প্রোডাকশনের ব্যানারে নির্মিত ছবিটি মুক্তি পাবে ‘আই থিয়েটার’ নামক একটি নতুন ওটিটি প্ল্যাটফর্মে।

নবাব এলএলবি শাকিব খান হৃদি শেখ