Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জন্মদিনে বিশেষ উপহার রুনা লায়লার


১৭ নভেম্বর ২০২০ ১৪:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিংবদন্তি সঙ্গীতশিল্পী রুনা লায়লার ৬৮তম জন্মদিন মঙ্গলবার (১৭ নভেম্বর)। তার সঙ্গীত ক্যারিয়ারও পাঁচ দশকের বেশি সময় ধরে। জন্মদিন উপলক্ষ্যে ভক্তদের দিলেন বিশেষ উপহার—‘এই দেখা শেষ দেখা’।

‘এই দেখা শেষ দেখা’ গানটি প্রকাশিত হয়েছে ধ্রুব মিউজিক স্টেশন থেকে। সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে গানটি দেখা ও শোনা যাচ্ছে।

গাজী মাজহারুল আনোয়ারের কথায় সুর করেছেন রুনা লায়লা। সংগীত আয়োজন করেছেন রাজা কাশেফ। আর কণ্ঠ দিয়েছেন হালের মেধাবী গায়িকা জিনিয়া জাফরিন লুইপা।

গত কয়েক বছরে রুনার সুরে বেশ কয়েকটি গান প্রকাশ হয়েছে। কণ্ঠ দিয়েছেন ভারত ও পাকিস্তানের জনপ্রিয় শিল্পীরা।

বিজ্ঞাপন

এবারের জন্মদিনকে ঘিরে ডিএমএসের আয়োজনে রুনার সুরে মোট চারটি গান প্রকাশ হচ্ছে। লুইপা ছাড়াও কণ্ঠ দিয়েছেন রুনার দুই মেয়ে আঁখি আলমগীর ও তানি লায়লা। আছেন হৈমন্তী রক্ষিতও।

গাজী মাজহারুল আনোয়ার ছাড়াও কথা লিখেছেন কবির বকুল। সব কটি গানের সংগীতায়োজনে আছেন রাজা কাশেফ।

রুনা লায়লা জানান, এবারের জন্মদিনে বড় কোনো আয়োজন থাকছেন না। করোনার আবহে বিশেষ দিনটি পরিবারের সঙ্গে কাটাবেন।

জন্মদিনের প্রথম প্রহর থেকে উপমহাদেশের অন্যতম এই গায়িকা শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় ভক্ত-অনুরাগীরা প্রিয় গায়িকার জন্য লিখেছেন দারুণ সব বার্তা।

এই দেখা শেষ দেখা রুনা লায়লা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর