Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবার বড়পর্দায় ‘টম অ্যান্ড জেরি’


১৮ নভেম্বর ২০২০ ১৫:৫৪

অনেকেরই ছোটবেলার নস্টালজিয়া মানেই সেই ‘টম অ্যান্ড জেরি’। বহু বছর ধরেই ইঁদুর জেরি এবং তার চিরশক্রু বেড়াল টমের সেই লড়াই-ই বহু মানুষকে বিনোদন দিয়ে আসছে। ছোটবেলার সঙ্গে জড়িয়ে রয়েছে ‘টম অ্যান্ড জেরি’র খুনসুটির সেই স্মৃতি। সেই নস্টালজিয়াকে আবার উস্কে দিতে বড়পর্দায় ফিরছে সেই ‘টম অ্যান্ড জেরি’। মুক্তি পেয়েছে সে ছবির ট্রেলার।

https://twitter.com/TomAndJerry/status/1328744719447437312

মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রকাশিত ট্রেলারে দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডে বাজছে ব্রুনো মার্সের ‘কাউন্ট অন মি’ গান। আর তার মধ্যেই গল্পকারকে বলতে শোনা যাচ্ছে, ‘টম অ্যান্ড জেরি’ পৃথিবীর সেই বিখ্যাত জনপ্রিয় শক্রু এবার বড় শহরে সবকিছু শুরু করতে প্রস্তুত। ‘টম অ্যান্ড জেরি’র ট্রেলারের শুরু হচ্ছে এইভাবেই। তারপর ২ মিনিট ২৪ সেকেন্ডের ট্রেলারে জমে উঠেছে লড়াই। গোটা ট্রেলারটিতে তাদের হাজারো কীর্তিকলাপে মন মজবে দর্শকদের। ছবিটি মুক্তিপাবে আগামী বছর।

প্রসঙ্গত, ইঁদুর-বেড়ালের এ লড়াইয়ের শুরুটা হয়েছিল ১৯৪০এ ‘পাস গেটস দ্যা বুটস’ ছবির হাত ধরে। ২০২১ এ মুক্তি পেতে চলা ‘টম অ্যান্ড জেরি’ এই ছবিটি পরিচালনা করেছেন টিম স্টোরি। জানা গেছে, ৫ মার্চ মুক্তি পেতে পারে এই ছবিটি।

টম অ্যান্ড জেরি পাস গেটস দ্যা বুটস

বিজ্ঞাপন

বায়ু দূষণে ৩য় ঢাকা
৩০ এপ্রিল ২০২৫ ০৯:৪৫

আরো

সম্পর্কিত খবর