Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১১ দিনে ৫০ লাখ ভিউ


১৮ নভেম্বর ২০২০ ১৭:২০

নাটকে বাংলাদেশে বর্তমান সময়ের হিট পরিচালক কাজল আরেফিন অমি নির্মাণ করেছেন ‘সানগ্লাস’। আফরান নিশো ও মেহজাবিন অভিনীত কমেডিধর্মী নাটকটি মাত্র ১১ দিনে ৫০ লাখ ভিউ অতিক্রম করেছে।

মাসুদ উল হাসানের প্রযোজনায় নির্মিত হয় ‘সানগ্লাস’। এটি ৫ নভেম্বর মোশন রক এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয়।

এই সাফল্যে উচ্ছ্বসিত মেহজাবীন বলেন, ‘একটি কাজ করি দর্শকের ভালো লাগবে সেই প্রত্যাশা থেকেই। যখন দর্শক রেসপন্স করেন খুব ভালো লাগে। এটা খুশির খবর যে নাটকটি দ্রুতই এক কোটি ভিউয়ের দিকে এগিয়ে যাচ্ছে। নিশো ভাইয়ের সঙ্গে সবসময় রোমান্টিক গল্প নিয়েই কাজ করা হয়। এবার করলাম একটি কমেডি নাটক। কাজ করতে করতে আমরাও প্রচুর মজা পেয়েছি।’

নাটকের গল্পে দেখা যাবে, আফরান নিশোর সানগ্লাস ভীষণ পছন্দ। তার সংগ্রহে রয়েছে বিভিন্ন সানগ্লাস। তবে আর্থিকভাবে দুর্বল হওয়ায় নিশোর সানগ্লাসগুলোর দাম কম! অন্যদিকে, মেহজাবীন আইফোন পাগল মেয়ে! ঘুমাতে গেলেও আইফোন ১১ নিয়ে ঘুমায়! ঘটনা ক্রমে পলাশের কাছ থেকে অনলাইনের মাধ্যমে অনেক দামি এক সানগ্লাস কেনেন নিশো। ওই সানগ্লাসের মাধ্যমে মেহজাবীনের সঙ্গে পরিচয়! এরপরেই জমে উঠে গল্প!

নিশো-মেহজাবীনের সঙ্গে এই নাটকে আরও অভিনয় করেছেন ‘কাবিলা’খ্যাত পলাশ।

আফরান নিশ্‌ মেহজাবিন সানগ্লাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর