Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন আঙ্গিকে নজরুলের গান নিয়ে সু্স্মিতা আনিস ও অর্ণব


১৯ নভেম্বর ২০২০ ১৩:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জাগো নারী জাগো বহ্নি শিখা’ কাজী নজরুল ইসলামের এই জাগরণের গান নতুন আঙ্গিকে নিয়ে আসলেন নজরুল সঙ্গীত শিল্পী সুস্মিতা আনিস। গানটির সঙ্গীত আয়োজন করেছেন অর্ণব। সুস্মিতা আনিসের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে।

গানটি নিয়ে অর্ণব বলেন, ‌‘এই প্রথম নজরুল ইসলামের গানে কাজ করার সুযোগ পেলাম। আমি নিজের মতো করে সঙ্গীত আয়োজন করেছি। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’

নিউ মিউজিক প্যারাডাইম কোম্পানির ব্যানারে তৈরি এই গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নাহিয়ান আহমেদ। কোরিওগ্রাফি করেছেন হৃদি শেখ।

সুস্মিতা আনিস বলেন, ‘চারিদিকে নারীদের উপর হয়ে যাওয়া অন্যায়ের প্রতিবাদ হলো এই গান। নজরুলের গান উদবুদ্ধ করে, অনুপ্রেরণা জোগায় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার। এই গান অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এক উদ্যোগ।’

বিজ্ঞাপন

অর্ণব নজরুলের গান সুস্মিতা আনিস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর