Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রেলিয়ায় চলবে ‘ঊনপঞ্চাশ বাতাস’


২০ নভেম্বর ২০২০ ১৫:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত ‘ঊনপঞ্চাশ বাতাস’ ছবিটি বর্তমানে দেশের সিনেমা হলগুলোতে চলছে। ছবিটি এবার দেশের বাইরে মুক্তি পেতে যাচ্ছে। প্রথমেই মুক্তি পাবে অস্ট্রেলিয়ায়। দেশটির ব্রিসবেন ও সিডনিতে চলবে ছবিটি।

মাসুদ হাসান উজ্জ্বল বলেন, অস্ট্রেলিয়ার ব্রিসবেনের পাশাপাশি দেশটির নিউ সাউথওয়েলস অঙ্গরাজ্যের রাজধানি এবং অস্ট্রেলিয়া’র অন্যতম বৃহৎ শহর সিডনিতে আগামি ৬ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ‘ঊনপঞ্চাশ বাতাস’।

নভেম্বরের ২৮ তারিখে অস্ট্রেলিয়ার কুইন্স অঙ্গরাজ্যের রাজধানী ব্রিসবেনে মুক্তি পাবে ‘ঊনপঞ্চাশ বাতাস’। এই শহরে মুক্তির মধ্য দিয়েই হবে ছবিটির দেশের বাইরে প্রথম মুক্তি পাওয়া। এটির আয়োজক অসট্রেলিয়া বাংলাদেশ কালচার ইন ব্রিসবেন (এবিসি ব্রিসবেন)।

বিজ্ঞাপন

এদিকে সিডনিতে ছবিটি মুক্তির আয়োজন করেছেন বঙ্গজ ফিল্মস। প্রদর্শনী উপলক্ষ্যে প্রচার প্রচারণাও শুরু করেছে আয়োজকরা। সিডনিতে আগ্রহী দর্শকরা বঙ্গজ ফিল্মস এর ওয়েবসাইটে গিয়ে অগ্রিম টিকেটও কিনে রাখতে পারবেন।

ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, শার্লিন ফারজানা।

ইমতিয়াজ বর্ষণ ঊনপঞ্চাশ বাতাস শার্লিন ফারজানা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর