‘স্টার টক্’র আড্ডায় ভাষাসৈনিক প্রতিভা মুৎসুদ্দি
২০ নভেম্বর ২০২০ ১৫:৫৬
সমাজে বিভিন্ন ক্ষেত্রে এমন অনেক মানুষ আছেন, কর্মগুণে যারা তারার মত উজ্জ্বল! এদের কাউকে আমরা চিনি, কেউ আবার আজও আছেন অন্তরালে। এইসব তারকাদের নিয়েই ‘স্টার টক্’ নামে অনলাইন আড্ডার আয়োজন করছেন দেশের জনপ্রিয় বিজ্ঞাপনচিত্র নির্মাতা ও নাট্যকর্মী সৈয়দ আপন আহসান।
শনিবার (২১ নভেম্বর) ‘স্টার টক্’র এই আড্ডায় এবার অতিথি হিসেবে থাকবেন ভাষাসৈনিক প্রতিভা মুৎসুদ্দি।
এই আয়োজন এবং অতিথি প্রসঙ্গে সৈয়দ আপন আহসান বললেন, “আলো হাতে চলেছেন আঁধার জয়ের প্রত্যয় নিয়ে। প্রতিরোধ-চেতনায় তিনি উদ্দিপ্ত, শিক্ষাপ্রসারের ব্রতে নিবেদিত। কৈশোরে ভাষা-আন্দোলনের সঙ্গে সম্পৃক্তির মধ্য দিয়ে তিনি গ্রহণ করেন জীবনের দীক্ষা। তারপর নানা বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ শেষে নারী শিক্ষা প্রসারে নিজেকে নিবেদন করেছেন পরিপূর্ণভাবে। দীর্ঘ ৩৫ বছর ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষের দায়িত্ব পালনের পর বর্তমানে তিনি কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের অন্যতম পরিচালক। ভাষাসৈনিক প্রতিভা মুৎসুদ্দি ২০০২ সালে শিক্ষাবিদ হিসেবে একুশে পদকে ভূষিত হন আর তাঁর যোগ্য নেতৃত্বে গড়া শিক্ষা প্রতিষ্ঠান ভারতেশ্বরী হোমস ২০২০ সালে লাভ করে সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মান- স্বাধীনতা পদক। অসামান্য এই মানুষটির অনুসরণীয় জীবনকথা শুনবো তাঁরই কাছে আগামী স্টার টক-এ।”
এক্সপ্রেশান্স’র সহযোগিতায় ‘স্টার টক্’র এই লাইভ আয়োজনটি প্রচারিত হবে ২১ নভেম্বর (শনিবার) রাত ৯টায় ফেসবুক পেইজ https://www.facebook.com/SyedAponAhsanOfficial এবং ইউটিউব https:// youtube.com/user/MyApon -লিঙ্কে।
অনলাইন আড্ডা এক্সপ্রেশান্স ফেসবুক লাইভ ভাষাসৈনিক প্রতিভা মুৎসুদ্দি সৈয়দ আপন আহসান স্টার টক্