Monday 12 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাভাইরাসে আক্রান্ত সংগীতশিল্পী বেবী নাজনীন


২১ নভেম্বর ২০২০ ১৪:৪৭

করোনাভাইরাসে আক্রান্ত যুক্তরাষ্ট্র প্রবাসী দেশের জনপ্রিয় সংগীতশিল্পী বেবী নাজনীন। কিডনির জটিলতা নিয়ে বুধবার (১৮ নভেম্বর) যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে কভিড- ১৯ পরীক্ষা করা হলে তার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি নিউজার্সির জার্সি সিটি মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

বেবী নাজনীনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেন নিউইয়র্কের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজক আলমগীর খান আলম। তিনি জানালেন, ‘বেবী নাজনীনের সঙ্গে আমার কথা হয়েছে সন্ধ্যা সাতটার দিকে। সেই সময়ই তার কভিড-১৯ পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। বর্তমানে তিনি ভালো আছেন। দীর্ঘদিন ধরেই বেবী নাজনীনের কিডনির জটিলতা আছে। সেই কারণেই তিনি হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে করোনা পরীক্ষা করলে ফল পজিটিভ আসে।’ বেবী নাজনীনের পক্ষে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

বিজ্ঞাপন

করোনা ভাইরাস সংগীতশিল্পী বেবী নাজনীন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর