Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাজ্জাদ বানাচ্ছেন ‘সাহস’


২২ নভেম্বর ২০২০ ১৫:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলচ্চিত্রকর্মী হিসেবে পরিচিত মুখ সাজ্জাদ খান। তিনি গত কয়েক বছর ধরে ‘জিহাদ’সহ দুটি ছবি নির্মাণের ঘোষণা দিয়ে আসছিলেন। কিন্তু সে ছবিগুলো শুরু করতে না পারলেও ‘সাহস’ নামে আরেকটি ছবির শুটিং শুরু করেছেন।

সাজ্জাদ খান জানান, তিনি বাগেরহাটের একটি প্রান্তিক এলাকায় শুটিং করছেন। ছবির অভিনয় শিল্পীরা সকলেই নতুন। দেশের বিভিন্ন থিয়েটার থেকে অডিশনের মাধ্যমে নেওয়া হয়েছে তাদের।

তিনি বলেন, ‘একদমই যে সব নতুন মুখ নিয়ে কাজ করছি তা না। পরিচিত মুখ রয়েছে তবে তাদের নাম এখনই বলতে চাইছি না।’


ছবির গল্প বর্তমান সময়ে আমাদের সমাজে চলমান নানা অস্থিরতা নিয়ে। টানা শুটিং চলবে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত। শুটিং শেষেই সেন্সরে জমা দেওয়ার ইচ্ছে সাজ্জাদের। এরপর আগামী জানুয়ারিতে শুরু করবেন ‘জিহাদ’র শুটিং। যেটির প্রধান চরিত্রে আছেন আফনান মিতুল।

বিজ্ঞাপন

সাজ্জাদ খান নির্মিত ‘ট্রি’ ইতালির ‘মোবাইল চলচ্চিত্র উৎসব’-এ পুরস্কৃত হয়েছিল।

সাজ্জাদ খান সাহস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর