Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউটিউবে এলো সাবিলা-অপূর্বের ‘এক্সচেঞ্জ’


২৩ নভেম্বর ২০২০ ১৯:৪৫

ইভটিজিং বিরোধী গল্প নিয়ে রুবেল হাসান নির্মাণ করেছেন ‘এক্সচেঞ্জ’। সাবিলা নূর ও অপূর্ব অভিনীত নাটকটি ইউটিউবে উন্মুক্ত করা হয়েছে। মিউজিক প্রযোজনা সংস্থা সিএমভির ইউটিউব চ্যানেলে নাটকটি দেখা যাচ্ছে।

‘এক্সচেঞ্জ’ রচনা করেছেন মেজবাহ উদ্দীন সুমন। কাজটি প্রসঙ্গে এর নির্মাতা রুবেল হাসান বলেন, ‘এটা মূলত ইভটিজিং এর প্রতিবাদস্বরূপ নির্মাণ করেছি। ছেলেরা যেভাবে প্রতিনিয়ত মেয়েদের উত্যক্ত করে, সেটি থেকে উত্তরণের পথ দেখানোর চেষ্টা করেছি আমরা। চেয়েছি, ছেলেরা যেন মেয়েদের কষ্টটা অনুভব করতে পারে।’

সাবিলা নূরের অভিমত এমন, ‌‘ইভ টিজিংয়ের বিরুদ্ধে এই নাটকটি প্রতীকী প্রতিবাদের মতো। আমার বিশ্বাস, নাটকটি দেখার পর কোনও ছেলে বা পুরুষ কখনো আর কোনও মেয়েকে উত্যক্ত বা টিজ করবে না। তবেই আমাদের পরিশ্রম সার্থক হবে।’

ইভটিজিং বা উত্যক্ত করা, এই বিষয়টি সাধারণত ঘটে ছেলেদের পক্ষ থেকে। যার শিকার হন মেয়েরা। এমন খবর প্রায় প্রতিদিন পাওয়া যায় গণমাধ্যমে।তবে এবার দেখা যাবে একেবারে বিপরীত চিত্র। যেখানে দেখা যাবে মেয়েরা উত্যক্ত করছে ছেলেদের। বিয়ের জন্য ছেলেকে বাসায় দেখতে আসছে মেয়ে পক্ষ! আবার ছেলেরা ম্যানেজ করছে সংসার, স্ত্রীরা করছে অফিস। ‘এক্সচেঞ্জ’ নির্মিত হয়েছে এমন গল্প নিয়ে।

নাটকটি প্রযোজনা করেছেন এসকে সাহেদ আলী পাপ্পু।

অপূর্ব এক্সচেঞ্জ সাবিলা নূর


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর