চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় তাসকিন
২৪ নভেম্বর ২০২০ ১৮:২৬
‘ঢাকা অ্যাটাক’খ্যাত অভিনেতা তাসকিন রহমান গুরুত্ব অসুস্থ। চিকিৎসকের পরামর্শে এক মাস বাসায় বিশ্রাম নিচ্ছিলেন। কিন্তু অবস্থার কোন উন্নতি না হওয়ায় তিনি অস্ট্রেলিয়ায় গিয়েছেন চিকিৎসা করানোর জন্য।
তাসকিন জানান, চিকিৎসাধীন অবস্থায় তার প্রচন্ড মাথা ব্যাথা শুরু হয়। চোখেও সমস্যা হচ্ছিলো। এরপর আবারও পরীক্ষা করে তিনি জানতে পারেন, তার অপটিক্যাল নার্ভাল সিস্টেমে জটিলতা তৈরি হয়েছে। এর চিকিৎসা বেশ জটিল হওয়ায় তিনি অস্ট্রেলিয়ায় চলে গিয়েছেন।
গত ২২ নভেম্বর তিনি অস্ট্রেলিয়ায় যাওয়ার পর থেকে ১৪ দিনের কোয়ারেনটাইনের রয়েছেন। কোয়ারেইনটাইন শেষে সিদ্ধান্ত নেওয়া হবে তাকে হাসপাতালে ভর্তি করা হবে কিনা।
তবে কোয়ারেনটাইনে থাকলেও চিকিৎসকের সাথে যোগাযোগ রয়েছে তার। বছর দুয়েক আগে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পাওয়ায় সেখানে তার চিকিৎসা করানোটা সহজ হবে বলে জানিয়েছেন তাসকিন।
তাসকিনের মুক্তি প্রতীক্ষিত সিনেমার মধ্যে রয়েছে ‘মিশন এক্সট্রিম’, ‘শান’, ‘ক্যাসিনো’, ‘অপারেশন সুন্দরবন’, ‘ঢাকা ২০৪০’, ‘ওস্তাদ’ ও ‘গিরগিটি’।