Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন আর পুরানো প্রেমিকা নিয়ে বিপাকে মিশু সাব্বির


২৬ নভেম্বর ২০২০ ১৩:১৪

প্রেমিকা টয়ার সঙ্গে ক’দিন আগেই ব্রেকআপ হয়েছে মিশু সাব্বিরের। এর মধ্যে নতুন প্রেমিকা জুটিয়ে ফেলেছেন। তাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, রেস্টুরেন্টে সময় কাটাচ্ছেন। তবে টয়া তার পেছনে লেগে আছেন।

প্রেমিকা নিয়ে মিশু যেখানেই যাচ্ছেন সেখানেই কোন না কোন বেশে হাজির হন টয়া। রেস্টুরেন্টে গেলে সেখানকার মালিক, দোকানে গেলে সেলস গার্ল, পার্কে গেলে পুলিশ অফিসার-এরকম নানা সাজে মিশুর সামনে হাজির হয়ে বিব্রতকর অবস্থায় ফেলে তাকে। টয়ার কারনে কয়েকজন প্রেমিকা মিশুকে ছেড়ে চলে যায়। এ নিয়ে অনেক রাগারাগি করলেও টয়া তাতে বিচলিত হয় না। সে তার কাজ চালিয়ে যায় যথারীতি।

একের পর এক ঘটনা ঘটিয়ে মিশুকে অতীষ্ঠ করে ফেলার গল্প নিয়ে এগিয়ে যায় নাটক ‘এক্স ভার্সেস প্রেজেন্ট’। গোলাম সরোয়ার অনিকের রচনায় এটি পরিচালনা করেছেন মোহন আহমেদ। এতে অভিনয় করেছেন মিশু সাব্বির, টয়াসহ আরও অনেকে।

‘এক্স ভার্সেস প্রেজেন্ট’ নাটকটি প্রচারিত হবে শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৯ টায় মাছরাঙা টেলিভিশনে।

‘এক্স ভার্সেস প্রেজেন্ট’ টয়া মাছরাঙা টেলিভিশন মিশু সাব্বির

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর