হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন জুয়েল আইচ
২৮ নভেম্বর ২০২০ ১৬:৫৩
করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন নন্দিত জাদুশিল্পী জুয়েল আইচ। গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন জুয়েল আইচের স্ত্রী বিপাশা আইচ। তিনি জানিয়েছেন, ‘করোনার যে ঝুঁকি ছিল, তা থেকে আপাতত মুক্ত জুয়েল আইচ। শারীরিক অবস্থাও বেশ ভালো। তাই চিকিৎসকরা তাকে ছাড়পত্র দিয়েছে।’
উল্লেখ্য, গত ৪ নভেম্বর থেকে জ্বরে আক্রান্ত হন জুয়েল আইচ। জ্বরের মাত্রা বেড়ে যাওয়ায় ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে তিনি কোভিড-১৯ পরীক্ষা করা হয়। রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ আসে। এরপর তার শারীরিক অবস্থার আরো অবনতি হলে ৯ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে পরে তাকে ১০ নভেম্বর দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সুত্রে জানা যায়, তার ফুসফুসও সংক্রমিত হয়। এছাড়াও দীর্ঘদিন ধরেই ডায়াবেটিক ও উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন তিনি।
জানা গেছে, জুয়েল আইচের সুস্থতা মিললেও বাড়িতে সাবধানে থাকতে হবে তাকে। চলতে হবে পুরোপুরি চিকিৎসকদের পরামর্শে। পাশাপাশি পূর্ণ বিশ্রাম ও খাবারের তালিকা মেনেই চলতে হবে বলে জানিয়েছেন তার স্ত্রী বিপাশা আইচ।