Sunday 11 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেলিভিশনের পর্দায় বাংলায় ‘আলাদিন’


২৯ নভেম্বর ২০২০ ১৫:১৯

অগণিত মানুষের শৈশবের জাদুকরি নায়ক আলাদিন। তার আশ্চর্য প্রদীপের গল্পে কৌতুহল নেই এমন মানুষ কমই পাওয়া যাবে। আরব্য রজনীর গল্প অবলম্বনে নির্মিত টিভি সিরিয়াল ‘আলাদিন’ এবার আসছে মাছরাঙা টেলিভিশনের পর্দায়। ভারতের একটি টিভি চ্যানেলে বর্তমানে প্রচারিত হচ্ছে এই সিরিয়ালটি। যা ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছে।

বাগদাদের এক দ্ররিদ্র পরিবারের ছেলে আলাদিন। চোর হলেও দয়ালু, মজার এবং সাহসী ছেলে হিসেবে তার বিশেষ পরিচিতি রয়েছে। তার সবচাইতে বড় স্বপ্ন হলো, বাগদাদের রাজকন্যা ইয়াসমিনের সঙ্গে দেখা করা। ছোটবেলায় প্রথম দেখাতেই রাজকন্যার প্রেমে পড়ে গিয়েছিলো সে। দৈবক্রমে তার হাতে এসে পড়ে এক আশ্চর্য প্রদীপ, যাতে ঘষা লাগার পর এক দৈত্য বেরিয়ে আসে। দৈত্যের অনেক ক্ষমতা। প্রভু আলাদিন যা চায় তা করে সে। তবে কি এই জাদুর প্রদীপের মাধ্যমে আলাদিন পেয়ে যাবে রাজকন্যাকে? এই প্রদীপের ক্ষমতা দিয়ে কিভাবে সে শত্রুদের মোকাবেলা করে, শেষ পর্যন্ত তার পরিণতি কি হয়-এমন অনেক প্রশ্নের জবাব মিলবে টিভি সিরিয়াল ‘আলাদিন’-এ।

১ ডিসেম্বর থেকে প্রতি রবি, সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮ টায় প্রচারিত হবে সিরিয়ালটি।

টিভি সিরিয়াল বাংলায় ‘আলাদিন’ মাছরাঙা টেলিভিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর