Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কপিল শর্মা শো’ থেকে বাদ পড়ছেন ভারতী


২৯ নভেম্বর ২০২০ ১৬:০১ | আপডেট: ২৯ নভেম্বর ২০২০ ১৬:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বলিউডের মাদক সংশ্লিষ্টতায় সম্প্রতি প্রকাশ পাওয়া যে নামটি নিয়ে চলছে তুমুল আলোচনা, সেটি ভারতের জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিংয়ের নাম। যা শুনে রীতিমতো অবাকই হয়েছিলেন অনুরাগীরা। তাদের মুম্বাইয়ের বাড়িতে তল্লাশি করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। মাদক সেবন ও রাখার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল ভারতী এবং তার স্বামী হর্ষ লিম্বাচিয়াকে। এরপর সোমবার (২৩ নভেম্বর) দু’জনেরই জামিন মঞ্জুর করেছে মুম্বাইয়ের আদালত। জানা গেছে, ভারতী এবং হর্ষের কাছ থেকে উদ্ধারকৃত মাদক দ্রব্যের পরিমান খুবই কম হওয়ায় মাত্র ১৫ হাজার টাকা বন্ডের বিনিময়ের দু’জনের জামিন মঞ্জুর করা হয়েছে। তবে আগামী কয়েকদিন তাদের বাড়ির নিকটস্থ থানায় গিয়ে নিয়মিত হাজিরা দিতে হবে।

বিজ্ঞাপন

এদিকে মাদক মামলায় জামিন পেয়েছেন ঠিকই। কিন্তু সমস্যা পিছু ছাড়ছে না কমেডিয়ান ভারতী সিংয়ের। শোনা যাচ্ছে, এবার কপিল শর্মার শো থেকেও নাকি বাদ পড়তে চলেছেন তিনি।

সনি এন্টারটেইনমেন্ট চ্যানেলের সুত্রে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, মাদকযোগে নাম জড়ানোর জন্যই জনপ্রিয় কমেডি শো থেকে বাদ দেওয়া হতে পারে তাকে। ভারতীর জন্য চ্যানেল ভাবমূর্তি নষ্ট হোক, এরকমটা চায় না কর্তৃপক্ষ। ‘দ্য কপিল শর্মা শো’-কে সমস্ত বিতর্ক থেকে দূরে রাখতেই বদ্ধপরিকর তারা। যদিও বন্ধু হিসেবে নাকি ভারতীর পাশেই দাঁড়িয়েছেন কপিল। কিন্তু চ্যানেলই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলেই খবর। অর্থাৎ ভারতীকে হয়তো আপাতত আর এই শোয়ে দেখা যাবে না।

কপিল শর্মার শো কমেডিয়ান ভারতী সিং সনি এন্টারটেইনমেন্ট