অ্যাংরি বার্ডের পিছু নিলো পান্ডা!
২৯ নভেম্বর ২০২০ ১৮:০১
বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের কিছু রেস্টুরেন্টসহ দেশের অল্প কিছু জায়গায় মাসকট পারফর্মেন্স দেখা যায়। মাসকটের আড়ালের মানুষদের জীবনের গল্প নিয়ে খুব একটা নাটক নির্মাণ হয়নি। তাদের গল্প নিয়ে তরুণ নির্মাতা সেতু আরিফ নির্মাণ করলেন ‘তোমার কাছাকাছি’। যেখানে অ্যাংরি বার্ডের পিছু নেয় পান্ডা!
খুলে বললেন সেতু, মূলত আমার নাটকের চরিত্র রাফি ও মীরা। তারা দুজন একটি রেস্টুরেন্টে চাকরি করে। সেখানে মীরা অ্যাংরি বার্ড এবং রাফি পান্ডা হিসেবে মাসকট পারফর্মেন্স করে। মাসকটের আড়ালে মীরা নিজের পরিচয় লুকাতে চায়। তাই রাফি তার পিছু নেয়।
‘তোমার কাছাকাছি’র শুটিং হয়েছিলো গত ২৪ ও ২৫ নভেম্বর ধানমন্ডির বিভিন্ন লোকেশনে এবং উত্তরার ‘আপনঘর ৩’-এ।
নাটকের গল্পটা এরকম, শহরের একটি রেস্টুরেন্ট। যেখানে দুই শিফটে মাসকট পারফর্মেন্স হয়। ডে শিফটে হয় পান্ডা ও মিকি মিনির পারফর্মেন্স। অন্যদিকে ইভিনিং শিফটে মিকি মাউস ও অ্যাংরি বার্ড পারফর্ম হয়। ওখানেই পারফর্ম করতে গিয়ে পরিচয় মীরা ও রাফির। পেশাগত সম্পর্ক থেকে তাদের সম্পর্ক গিয়ে দাঁড়ায় ব্যক্তিগত সম্পর্কে।
স্বদেশ এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হয়েছে ‘তোমার কাছাকাছি’। নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, তাসনিয়া ফারিন, সাবেরী আলম, এম এন ইউ রাজু, মৌমি।
পরিচালক জানালেন, খুব শিগগিরই নাটকটি দেশের কোন বেসরকারী টেলিভিশন চ্যানেল ও ইউটিউবে প্রচার হবে।