গান ছাড়ছেন ফেরদৌস ওয়াহিদ!
২ ডিসেম্বর ২০২০ ১৬:১৩
বাংলাদেশের পপসঙ্গীত জগতের ইতিহাস লিখতে গেলে তার নাম ছাড়া লিখা যাবে না। ‘মামুনিয়া’, ‘আগে যদি জানতাম’, ‘এমন একটা মা দেনা’, ‘তুমি আমি যখন একা’, ‘খোকা’সহ অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন শ্রোতা-ভক্তদের। নাম তার ফেরদৌস ওয়াহিদ। সে তিনি আর গান না করার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী বছরের শুরু দিন থেকে তিনি আর পেশাদার শিল্পী হিসেবে গাইবেন না।
খবরটি নিশ্চিত করেছেন ফেরদৌস ওয়াহিদ নিজে। তিনি বলেন, এই বছরই হবে আমার গানের শেষ বছর। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে আমি উপস্থিত থাকব। সঙ্গে আমার ছেলে হাবিব ওয়াহিদও থাকবে। অনুষ্ঠানে হাবিব আমাকে ট্রিবিউট করে আমার দুটি বিখ্যাত গান গাইবে। এর মধ্যে একটি হলো- ‘আগে যদি জানতাম’, অন্যটি এখনো ঠিক করিনি। আশা করি, শেষটা সুন্দর হবে।
আগামী ১০ ডিসেম্বর চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে। সেখানেই তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিবেন বলে জানান। ছেলে ফেরদৌস ওয়াহিদের সঙ্গে আলাপ করেই এ সিদ্ধান্ত।
১৯৮৬ সালে ফেরদৌস ওয়াহিদের বাবার নামে একটি জনকল্যাণ ট্রাস্ট গঠন করা হয়। আপাতত গান ছাড়লেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোন আয়োজন থাকলে সেখানে গাইবেন।