Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা ভাইরাসে আক্রান্ত বলিউড তারকা সানি দেওল


২ ডিসেম্বর ২০২০ ১৮:০৭ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২০ ১৯:০৯

করোনা ভাইরাসে আক্রান্ত হলেন বলিউড তারকা অভিনেতা সানি দেওল। ভারতীয় গণমাধ্যমে এ খবর জানিয়েছেন হিমাচল প্রদেশের স্বাস্থ্য সচিব অমিতাভ অবস্তি। জানা গেছে, গত মাসখানেক ধরে কুলু জেলার মানালিতে এক ফার্ম হাউসেই বিশ্রামে ছিলেন ৬৪ বছরের এই বলিউড তারকা। আর সেখানেই তিনি সংক্রমিত হয়েছেন।

ভারতীয় গণমাধ্যম সুত্রে জানা গেছে, কয়েক সপ্তাহ আগেই মুম্বাইয়ে কাঁধে একটা অপারেশন হয়েছিল তার। তারপরেই মানালির দেশল গ্রামের এই ফার্মহাউসে বিশ্রাম নিতে এসেছিলেন তিনি। গত প্রায় এক মাস যাবত এই ফার্মহাউসেই ছিলেন এই অভিনেতা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) মুম্বাই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। নিয়ম অনুসারে, বিমানযাত্রার আগে করোনা পরীক্ষা করানোর কথা। সেই নিয়ম মেনেই পরীক্ষা হয় সানির। করোনা পরীক্ষার রিপোর্ট হাতে আসতেই জানা যায় কোভিড পজিটিভ বর্ষীয়ান এই অভিনেতা। জানা গেছে, সানির পরিবারের অন্যান্য সদস্যরা আগেই মুম্বাই ফিরে গিয়েছেন।

সানি দেওল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর