Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংগীতে আজীবন সম্মাননা পাচ্ছেন ফেরদৌস ওয়াহিদ


৩ ডিসেম্বর ২০২০ ১৩:১৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজীবন সম্মাননা পাচ্ছেন ফেরদৌস ওয়াহিদ। যিনি মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশে ব্যান্ড সংগীতকে জনপ্রিয় করে তুলেছিলেন। ‘ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২০’ অনুষ্ঠানে সংগীতে অসামান্য অবদানের জন্য আজীবন সম্মাননা ও বিশেষ সম্মাননাসহ প্রদান করা হবে মোট ২৩টি ক্যাটাগরিতে সমালোচক পুরস্কার। ১০ ডিসেম্বর (বৃহস্পতিবার) ঢাকার একটি অভিজাত হোটেলে এই অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠিত হবে। ১৫তম এ আসরের প্রধান পৃষ্ঠপোষক ঐক্য ফাউন্ডেশনের ‘ঐক্য স্টোর ও ঐক্য.কম.বিডি’।

১ ডিসেম্বর (মঙ্গলবার) চ্যানেল আইয়ে অনুষ্ঠিত ভার্চুয়ালি ‘ফ্রেশ প্রিমিয়াম টি ৭ম ব্যান্ড ফেস্ট ২০২০’ এর উদ্বোধনী আয়োজনে এই ঘোষণা দেন ইমপ্রেস টেলিফিল্ম, চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। এসময় ফেরদৌস ওয়াহিদকে টেলিফোনের মাধ্যমে অনুষ্ঠানে ব্যান্ড ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত করা হলে তিনি এ খবর শুনে জানান, ‘আমি সত্যিই খুব কৃতজ্ঞ চ্যানেল আই-এর প্রতি, আমাকে এত বড় সম্মাননায় সন্মানিত করার জন্য। আমি ভেবেছিলাম আসছে বছর থেকে গান ছেড়ে দিব কিন্তু, তার আগেই এত বড় পাওয়া আমি কখনো আশা করিনি।’

বিজ্ঞাপন

‘ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২০’-এ পুরস্কারের ক্যাটাগরিগুলো হলো: আজীবন সম্মাননা, বিশেষ সম্মাননা, শ্রেষ্ঠ উচ্চাঙ্গ সঙ্গীত (যন্ত্র), শ্রেষ্ঠ উচ্চাঙ্গ সঙ্গীত (কন্ঠ), নজরুল সংগীত, শ্রেষ্ঠ রবীন্দ্র সংগীত, শ্রেষ্ঠ লোক সংগীত, শ্রেষ্ঠ আধুনিক গান, শ্রেষ্ঠ ব্যান্ড, শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ারিং, শ্রেষ্ঠ নবাগত শিল্পী, শ্রেষ্ঠ ছায়াছবির গান, শ্রেষ্ঠ সংগীত পরিচালক (আধুনিক), শ্রেষ্ঠ সংগীত পরিচালক (ছায়াছবি), শ্রেষ্ঠ গীতিকার (আধুনিক), শ্রেষ্ঠ গীতিকার (ছায়াছবি), শ্রেষ্ঠ মিউজিক ভিডিও, শ্রেষ্ঠ অনলাইন পপুলার ক্রিয়েশন, শ্রেষ্ঠ শিল্পী, যন্ত্র সঙ্গীত, মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুর গান (শ্রেষ্ঠ শিল্পী), মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুর গান (শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক), মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুর গান (শ্রেষ্ঠ গীতিকার) এবং শ্রেষ্ঠ অডিও কোম্পানী।

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস্ ফরিদুর রেজা সাগর ফেরদৌস ওয়াহিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর