আলী যাকেরকে পুরস্কার উৎসর্গ করলেন তারিক আনাম
৩ ডিসেম্বর ২০২০ ১৭:০৯
বর্ষীয়ান অভিনেতা তারিক আনাম খান ২০১৯ সালে ‘শ্রেষ্ঠ অভিনেতা’ হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন। তিনি অনন্য মামুন পরিচালিত ‘আবার বসন্ত’ ছবির প্রধান চরিত্রে অভিনয়ের জন্য পুরস্কারটি পাবেন। এ অনন্য অর্জনটি তিনি উৎসর্গ করেছেন প্রয়াত অভিনেতা আলী যাকেরকে।
‘আলী যাকের আমার অগ্রজ। তাদের পদচিহ্ন অনুসরণ করেই তো আমরা অভিনয়ে এসেছি। এক সপ্তাহও হয়নি তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমি তার পরিবারের অনুমতি নিয়ে আমার পুরস্কারটি তাকে উৎসর্গ করতে চাইছি’— উৎসর্গ প্রসঙ্গে তারিক আনাম খান।
পুরস্কার প্রাপ্তির খবরের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘একটা অন্যরকম কাজ, সেটা করার পরে যদি স্বীকৃতি পাওয়া যায়, মানুষ যদি প্রশংসা করে এটা বেশ বড় ভালো লাগার তৈরি হয়।’
‘এসব ছবি তো যারা বানায় বা ভাবে তারা খুব লো বাজেটে বানায়। প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই আমার পুরো টিমকে—অনন্য মামুন, স্পর্শিয়াসহ যারা করেছে। তারা এরকম একটা গল্প ভেবেছে। অনেক ফিল নিয়ে কাজটা করতে পেরেছি। যদিও আবার বসন্ত একটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে তারপরও সামগ্রিকভাবে প্রত্যেকেই এ পুরস্কারের অংশীদার।’
আমাদের দেশের একটা ধারণা প্রচলিত ভিন্ন ধারার গল্প দর্শকরা দেখতে চান না। কিন্তু এ ধরনের ছবি হচ্ছে এবং সফলতা পাচ্ছে। এখন আমাদের এখানে যদি এ ধরনের নিরীক্ষা চালু থাকে তাহলে হয়ত সামগ্রিকভাবে চলচ্চিত্রের অবস্থার পরিবর্তন হবে। অভিমত তারিক আনামের।
‘আবার বসন্ত’-এ অভিনয় বা মুক্তির পরে কি মনে হয়েছিলো পুরস্কার পাবেন?
—‘না, না, একদমই না। এরকম মনে হয়নি এটা পুরস্কারের জন্য করছি। আমার মনে হয় না কেউ অভিনয়ের সময় পুরস্কারের কথা চিন্তা করে অভিনয় করেন’।
বরং তখন তারা পরিচালক মামুনকে বলেছিলেন, আরেকটু পরে ছবিটা মুক্তি দিলে আরও সাড়া পেত দর্শকদের কাছ থেকে।
তিন দশকের চলচ্চিত্রে অভিনয়ের ক্যারিয়ারে এটি দ্বিতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এর আগে ২০১৪ সালে সৈকত নাসির পরিচালিত ‘দেশাঃ দ্য লিডার’ ছবির জন্য শ্রেষ্ঠ খলঅভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছিলেন। এত কম বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তিতে কি কোন আক্ষেপ তৈরি করে না ভিতরে?
‘জাতীয় পুরস্কারের আশায় তো আসলে কাজ করেনি কখনও। পেলে তো ভালোই ভালে। কিন্তু ছবিগুলোতে আমরা ভালোমত কাজ করে যদি অন্যরকম জায়গায় নিয়ে যেতে পারি, আমার মনে হয় সেটা দরকার’—বলেন তারিক আনাম।