Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘটতে থাকা নানা ঘটনা নিয়ে ‘পঞ্চাশ বছরের বাড়ি’


৫ ডিসেম্বর ২০২০ ১৯:৫৪

মহান বিজয়ের মাসের প্রহর থেকেই পুরো মাসব্যাপি চ্যানেল আই প্রচার করবে মুক্তিযুদ্ধের তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানমালা। এ ধারাবাহিকতায় শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের ‘বাড়ি’ সিক্যুয়েলের গল্প নিয়ে এবার নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধের নাটক ‘পঞ্চাশ বছরের বাড়ি’। নাটকটির নাট্যরূপ ও পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। ‘বাড়ি’ সিক্যুয়েলের এটি ১৫তম নাটক। এবারের নাটকের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে মামুনুর রশীদ, আবদুল্লাহ রানা, আগুন, নাদিয়া নদী ও অবিদ রেহানকে।

বিজ্ঞাপন

নাটকটির গল্পে দেখা যাবে ওরা চার বন্ধু। এক সাথে মুক্তিযুদ্ধ করেছে। এক সময় কিনে রাখে বিশাল এক জমি। স্বপ্ন ছিলো, যুদ্ধ শেষে এক লাইব্রেরি করবে। সেখানে থাকবে শুধু যুদ্ধ স্মৃতি। কিন্তু পঞ্চাশ বছর পর সব স্বপ্ন ওলোট-পালট হয়ে যায়। ঘটতে থাকে নানা ঘটনা।

এক ঘণ্টার এই নাটক ‘পঞ্চাশ বছরের বাড়ি’ নির্মাণ সম্পর্কে অরুণ চৌধুরী বলেন, প্রতি বছর বিজয় দিবস এলে আমি বিশেষ নাটক নির্মাণ করি। এটা ২০১২ সাল থেকে নিয়মে দাঁড়িয়েছে।

১৬ ডিসেম্বর রাত ৮টায় নাটক চ্যানেল-আইতে দেখানো হবে এক ঘণ্টার এই বিশেষ নাটক ‘পঞ্চাশ বছরের বাড়ি’ ।

‘পঞ্চাশ বছরের বাড়ি’ অরুন চৌধুরি চ্যানেল আই ফরিদুর রেজা সাগর বিজয় দিবস বিজয় দিবসের নাটক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর