Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায়


৬ ডিসেম্বর ২০২০ ১৪:৩৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায়। রবিবার (৬ ডিসেম্বর) সকালে মৃত্যুবরণ করেন তিনি। জানা গেছে, দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন তিনি। সেই সাথে হৃদযন্ত্রের সমস্যাও ছিল তার।

মৃণাল সেনের ‘নীল আকাশের নীচে’ ছবির মাধ্যমে সিনে দুনিয়ায় প্রথম আত্মপ্রকাশ করেন অভিনেতা মনু মুখোপাধ্যায়। এরপর সত্যজিৎ রায়, রোল্যান্ড জোফির মতো বিশ্বখ্যাত পরিচালকের সঙ্গে কাজ করেছেন মনু মুখোপাধ্যায়। সত্যজিৎ রায়ের ‘জয় বাবা ফেলুনাথ’ ছবিতে ‘মছলিবাবা’র চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন। বর্ষীয়ান এই অভিনেতাকে বহু ধারাবাহিকেও অভিনয় করতে দেখা গিয়েছে।

বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদুনিয়া। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তার মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন।

বিজ্ঞাপন

অভিনেতা মনু মুখোপাধ্যায় রোল্যান্ড জোফি সত্যজিৎ রায়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর