একমঞ্চে সাদি মহম্মদ ও আমিনা আহমেদ
১৫ মার্চ ২০১৮ ২০:২৪
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
একমঞ্চে গাইলেন রবীন্দ্রসংগীতশিল্পী আমিনা আহমেদ ও সাদি মহম্মদ। বুধবার (১৪ মার্চ) সন্ধ্যায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র। অনুষ্ঠানে আমিনা আহমেদকে হারমোনিয়ামে সঙ্গত করেন সাদি মহম্মদ।
রাখো রাখো হে জীবন, মল্লিকা, একি সুন্দর শোভা, আমার মন মানে না দিন রজনী, ফাগুন হাওয়ায় হাওয়ায়, শুধু যাওয়া আসা, নিশি দিনসহ আমিনা আহমেদ ৮টি গান গেয়ে শোনান।
রবীন্দ্রসংগীতশিল্পী আমিনা আহমেদ লন্ডনের ট্রিনিটি মিউজিক কলেজ থেকে পিয়ানো সংগীতে নিয়েছেন ডিগ্রি। বিটিভি ও বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী তিনি। আমিনা আহমেদ মীনা ট্রাস্টের পরিচালকও।
দ্বিতীয় শিল্পী হিসেবে মঞ্চে আসেন জাহিদ মামুন। ‘হে পরবাসী’ গানটি দিয়ে শুরু করেন তিনি। আরও গেয়েছেন আমার বেলা যে যায়, আজি যত তারা তব আকাশে, জগতের আনন্দযজ্ঞে গানগুলো শোনান তিনি। মূলত কবিগুরুর পূজা পর্বের গানগুলো গেয়েছেন তিনি।
রবীন্দ্রসংগীতশিল্পী মামুন জাহিদ নিয়মিতই গান বিটিভি ও বাংলাদেশ বেতারে। গানের জন্য পেয়েছেন বেশ কিছু পুরস্কার।
গানের এমন আয়োজনের জন্য দুজন শিল্পীই ধন্যবাদ জানান ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রকে।
সারাবাংলা/পিএ